Current Affairs / 27-06-2021 Part 7
প্রশ্নঃ "জীবনস্মৃতি" প্রথম প্রকাশিত হয় -
(ক) ১৯১২ খ্রিস্টব্দে
(খ) ১৯১৩ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৯১২ খ্রিস্টব্দে
প্রশ্নঃ মারাঠা মেকিয়াভেলি কাকে বলা হয়? -
(ক) রাজারাম
(খ) শিবাজী
(গ) টিপু সুলতান
(ঘ) নানা ফড়নবীশ
উত্তরঃ (ঘ) নানা ফড়নবীশ
প্রশ্নঃ "By God's Decree" কার আত্মজীবনী -
(ক) মোহাম্মদ আজহারউদ্দিন
(খ) সুরেশ রায়না
(গ) সুনীল গাভাস্কার
(ঘ) কপিল দেব
উত্তরঃ (ঘ) কপিল দেব
প্রশ্নঃ মানুষ চাঁদে বেশি উচ্চতায় লাফাবে কারণ কি? -
(ক) বায়ুমণ্ডল নেই
(খ) চাঁদ ঠান্ডা
(গ) মহাকর্ষ বল কম
(ঘ) চাঁদের তল খসখসে
উত্তরঃ (গ) মহাকর্ষ বল কম
প্রশ্নঃ ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কোন্ দেশের সংবিধানের অনুকরণ -
(ক) আমেরিকা
(খ) কানাডা
(গ) দক্ষিণ আফ্রিকা
(ঘ) অস্ট্রেলিয়া
উত্তরঃ (গ) দক্ষিণ আফ্রিকা
প্রশ্নঃ মহারাজাধিরাজ কার উপাধি -
(ক) সমুদ্রগুপ্ত
(খ) চন্দ্রগুপ্ত মৌর্য
(গ) বিন্দুসার
(ঘ) বিম্বিসার
উত্তরঃ (খ) চন্দ্রগুপ্ত মৌর্য
প্রশ্নঃ পরিবেশের ইতিহাসচর্চার সূত্রপাত হয় কোন্ দেশে? -
(ক) ফ্রান্সে
(খ) সুইডেনে
(গ) আমেরিকায়
(ঘ) ইটালিতে
উত্তরঃ (গ) আমেরিকায়
প্রশ্নঃ "এ প্যাসেজ টু ইংল্যান্ড" - গ্রন্থটি কার লেখা? -
(ক) নিলেন আব্রাহাম
(খ) নীরদচন্দ্র চৌধুরী
(গ) কল্যান ভট্টাচারিয়া
(ঘ) পল্লবী আইয়ার
উত্তরঃ (খ) নীরদচন্দ্র চৌধুরী
প্রশ্নঃ হোমিওপ্যাথিক জনক কাকে বলে? -
(ক) টমাস জেফারসন
(খ) হ্যানিম্যান
(গ) চসর
(ঘ) আমব্লস
উত্তরঃ (খ) হ্যানিম্যান
প্রশ্নঃ আদিনা মসজিদ কোথায় অবস্থিত? -
(ক) মুর্শিদাবাদে
(খ) ঢাকাতে
(গ) বারাসতে
(ঘ) পাণ্ডায়াতে
উত্তরঃ (ঘ) পাণ্ডায়াতে
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ