Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 27-06-2021/ Daily Current Affairs Today Part 1
Type Here to Get Search Results !

Current Affairs / সম্প্রীতিক ঘটনা/ 27-06-2021/ Daily Current Affairs Today Part 1

 Current Affairs / 27-06-2021 Part 1



প্রশ্নঃ "Believe" কার আত্মজীবনী -

(ক) সৌরভ গাঙ্গুলী

(খ) সুনীল গাভাস্কার

(গ) সুরেশ রায়না

(ঘ) মোহাম্মদ আজহারুদ্দিন

উত্তরঃ (গ) সুরেশ রায়না


প্রশ্নঃ বোরিয়া মজুমদার ও কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন্‌ বিষয়ে ইতিহাসচর্চা করেন? -

(ক) খেলা

(খ) সামরিক

(গ) সামাজিক

(ঘ) খাদ্যাভ্যাস

উত্তরঃ (ক) খেলা


প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম হ্রদ কোন্‌টি? -

(ক) আরল সাগর

(খ) কাস্পিয়ান সাগর

(গ) বৈকাল হ্রদ

(ঘ) গার্টন হ্রদ

উত্তরঃ (খ) কাস্পিয়ান সাগর


প্রশ্নঃ "রাজা হরিশচন্দ্র" ছবিটির পরিচালক কে ছিলেন? -

(ক) দাদাভাই নৌরোজি

(খ) দাদাসাহেব ফালকে

(গ) সত্যজিৎ রায়

(ঘ) মৃণাল সেন

উত্তরঃ (খ) দাদাসাহেব ফালকে


প্রশ্নঃ পানামা খাল যুক্ত করে? -

(ক) প্রশান্ত ও ভারত মহাসাগর

(খ) প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর

(গ) প্রশান্ত ও কুমেরু মহাসাগর

(ঘ) প্রশান্ত ও সুমেরু মহাসাগর

উত্তরঃ (খ) প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর


প্রশ্নঃ ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন -

(ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ

(খ) মহাত্মা গান্ধী

(গ) জওহরলাল নেহেরু

(ঘ) কে এম মুন্সি

উত্তরঃ (ক) ডঃ রাজেন্দ্র প্রসাদ


প্রশ্নঃ বেঙ্গলি থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়? -

(ক) ১৭৮১ সালে

(খ) ১৭৯৫ সালে

(গ) ১৮০৫ সালে

(ঘ) ১৮১১ সালে

উত্তরঃ (খ) ১৭৯৫ সালে


প্রশ্নঃ দীনবন্ধু মিত্র কোথায় ভারতীয় ডাক বিভাগের সুপারিডেন্ট রূপে কাজ করতেন? -

(ক) মালদাহ

(খ) কলকাতা

(গ) ঢাকা

(ঘ) গুগলি

উত্তরঃ (গ) ঢাকা


প্রশ্নঃ কাকে "City of Oranges" বলা হয়? -

(ক) কলকাতা

(খ) নাগপুর

(গ) আহমেদনগর

(ঘ) বিদর্ভ

উত্তরঃ (খ) নাগপুর


প্রশ্নঃ বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? -

(ক) জীবনস্মৃতি

(খ) সত্তর বৎসর

(গ) জীবনের ঝরাপাতা

(ঘ) যতদূর মনে পড়ে

উত্তরঃ (খ) সত্তর বৎসর


সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh


     বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close