Current Affairs / 26-06-2021 Part 7
প্রশ্নঃ KYC - এর পুরো নাম কি? -
(ক) Know Your Company
(খ) Know Your Compliment
(গ) Know Your Creditor
(ঘ) Know Your Customer
উত্তরঃ (ঘ) Know Your Customer
প্রশ্নঃ দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছিল? -
(ক) ভারত
(খ) পারস্য
(গ) আরব
(ঘ) ইউরোপ
উত্তরঃ (ক) ভারত
প্রশ্নঃ "নিউ ইন্ডিয়া" সংবাদপত্রের সম্পাদক কে? -
(ক) গিরিশচন্দ্র ঘোষ
(খ) বি জি তিলক
(গ) অরবিন্দ ঘোষ
(ঘ) অ্যানি বেসন্তা
উত্তরঃ (ঘ) অ্যানি বেসন্তা
প্রশ্নঃ কোন্ বছর অশোক কলিঙ্গ যুদ্ধে জয় লাভ করেন? -
(ক) খ্রীষ্টপূর্ব ২৬০ অব্দে
(খ) খ্রীষ্টপূর্ব ২৬১ অব্দে
(গ) খ্রীষ্টপূর্ব ২৬৫ অব্দে
(ঘ) খ্রীষ্টপূর্ব ২৭২ অব্দে
উত্তরঃ (খ) খ্রীষ্টপূর্ব ২৬১ অব্দে
প্রশ্নঃ কোন্ কাপড়ে ভারতের জাতীয় পতাকা তৈরি হয়? -
(ক) সিল্ক
(খ) খাদি
(গ) তসর
(ঘ) পশম
উত্তরঃ (খ) খাদি
প্রশ্নঃ সম্প্রতি ভারতের অলিম্পিক ২০২১ অফিশিয়াল গান "লক্ষ তেরা সামনে হে" গানটির গায়ক কে? -
(ক) কুমার শানু
(খ) মোহিত চৌহান
(গ) শঙ্কর মহাদেবন
(ঘ) বিশাল দাদলানি
উত্তরঃ (খ) মোহিত চৌহান
প্রশ্নঃ বেরিং সাগরএর অবস্থান কোথায়? -
(ক) আটলান্টিক মহাসাগর
(খ) ভারত মহাসাগর
(গ) সুমেরু মহাসাগর
(ঘ) প্রশান্ত মহাসাগর
উত্তরঃ (ক) আটলান্টিক মহাসাগর
প্রশ্নঃ আশ্বিনের ঝড় কোন্ ঋতুতে দেখা যায়? -
(ক) গ্রীষ্ম
(খ) বর্ষা
(গ) শরৎ
(ঘ) হেমন্ত
উত্তরঃ (গ) শরৎ
প্রশ্নঃ চক্ষু দানের জন্য দাতার চোখের কোন্ অংশের প্রয়োজন হয়? -
(ক) আইরিশ
(খ) রেটিনা
(গ) কর্নিয়া
(ঘ) লেন্স
উত্তরঃ (গ) কর্নিয়া
প্রশ্নঃ আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন্ নদীর তীরে যুদ্ধ করেছিল? -
(ক) সিন্ধু
(খ) ঝিলাম
(গ) রবি
(ঘ) ইরাবতী
উত্তরঃ (খ) ঝিলাম
সম্পূর্ণ PDF পেতে আমাদের Telegram Channel Visit করুন : https://t.me/onlinesukesh
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ