Current Affairs / 24-06-2021 Part 2
প্রশ্নঃ ভারতের একমাত্র কোন্ ভাইসরয় কে খুন করা হয়েছিল? -
(ক) লর্ড ওয়াভেল
(খ) লর্ড মায়ো
(গ) লর্ড কার্জন
(ঘ) লর্ড রিপন
উত্তরঃ (খ) লর্ড মায়ো
প্রশ্নঃ ঘূর্ণিঝড় "ইয়াস" কথাটির অর্থ হল -
(ক) হতাশা
(খ) গতিবেগ
(গ) উচ্চ শব্দ
(ঘ) প্রলয়
উত্তরঃ (ক) হতাশা
প্রশ্নঃ মরফিনের উৎস হল -
(ক) কফি বীজ
(খ) আফিং গাছ
(গ) তামাক গাছের পাতা
(ঘ) ধুতুরা ফল
উত্তরঃ (খ) আফিং গাছ
প্রশ্নঃ অ্যাট্রোপিন কোথা থেকে পাওয়া যায় -
(ক) ধুতুরা
(খ) নারকেল
(গ) বেলেডোনা
(ঘ) আফিং
উত্তরঃ (গ) বেলেডোনা
প্রশ্নঃ "সাইলেন্ট ভ্যালি" দেখা যায় -
(ক) গুজরাট
(খ) মহারাষ্ট্র
(গ) বিশাখাপত্তনম
(ঘ) কেরালা
উত্তরঃ (ঘ) কেরালা
প্রশ্নঃ মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? -
(ক) ফিরোজশাহ তুঘলক
(খ) চন্দ্রগুপ্ত মৌর্য
(গ) বিম্বিসার
(ঘ) আলাউদ্দিন খিলজী
উত্তরঃ (ঘ) আলাউদ্দিন খিলজী
প্রশ্নঃ সুরাট কোন নদীর তীরে অবস্থিত? -
(ক) নর্মদা
(খ) তাপ্তি
(গ) গোদাবরী
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) তাপ্তি
প্রশ্নঃ 'হার্ট অ্যাটাকের' কারণ -
(ক) রক্তে শর্করা
(খ) রক্তে কোলেস্টেরল
(গ) রক্তে প্রোটিন
(ঘ) রক্তে ইউরিয়া
উত্তরঃ (খ) রক্তে কোলেস্টেরল
প্রশ্নঃ ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? -
(ক) দাদাসাহেব ফালকে
(খ) সত্যজিৎ রায়
(গ) দেবিকা রানি
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) দাদাসাহেব ফালকে
প্রশ্নঃ মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? -
(ক) আসাম
(খ) ছত্রিশগড়
(গ) মেঘালয়
(ঘ) কর্ণাটক
উত্তরঃ (ক) আসাম
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ