Current Affairs / 24-06-2021 Part 4
প্রশ্নঃ ভারতের সংবিধান অনুসারে কেন্দ্রীয় মন্ত্রী কার দ্বারা, তার কার্যালয়ে যেতে পারবেন? -
(ক) ভারতের রাষ্ট্রপতি
(খ) সুপ্রিম কোর্ট
(গ) সংসদ
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) সংসদ
প্রশ্নঃ কোন্ মুসলিম শাসকের মুদ্রায় দেবী লক্ষ্মীর চিত্র ছিল? -
(ক) আকবর
(খ) বাবর
(গ) আলাউদ্দিন খলজী
(ঘ) মোহাম্মদ ঘড়ি
উত্তরঃ (ক) আকবর
প্রশ্নঃ ক্লোরিনের প্রধান উৎস কোনটি? -
(ক) ব্লিচিং পাউডার
(খ) গ্লবার সল্ট
(গ) এপসম সল্ট
(ঘ) রক সল্ট
উত্তরঃ (ক) ব্লিচিং পাউডার
প্রশ্নঃ নীল বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয় -
(ক) চতুর্থ
(খ) তৃতীয়
(গ) পঞ্চম
(ঘ) ষষ্ঠ
উত্তরঃ (গ) পঞ্চম
প্রশ্নঃ "Ebrahim Raisi" - কোন্ দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন -
(ক) ইরাক
(খ) ইরান
(গ) জাপান
(ঘ) পোল্যান্ড
উত্তরঃ (খ) ইরান
প্রশ্নঃকিশান মহারাজা কোন্ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত -
(ক) তবলা
(খ) বিনা
(গ) বাঁশি
(ঘ) সরোদ
উত্তরঃ (ক) তবলা
প্রশ্নঃ ICC এর সদর দপ্তর কোথায়? -
(ক) দুবাই
(খ) লন্ডন
(গ) মেলবোর্ন
(ঘ) ওয়েলিংটন
উত্তরঃ (ক) দুবাই
প্রশ্নঃ মেরিন জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত -
(ক) আন্দামান নিকোবর
(খ) ছত্রিশগড়
(গ) উত্তর প্রদেশ
(ঘ) গুজরাট
উত্তরঃ (ঘ) গুজরাট
প্রশ্নঃ হেমিস জাতীয় উদ্যান ভারতের কোন্ রাজ্যে অবস্থিত -
(ক) কর্ণাটক
(খ) ছত্রিশগড়
(গ) উত্তর প্রদেশ
(ঘ) জম্বু-কাশ্মীর
উত্তরঃ (ঘ) জম্বু-কাশ্মীর
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হল -
(ক) বট
(খ) অশ্বত্থ
(গ) ছাতিম
(ঘ) আম
উত্তরঃ (গ) ছাতিম
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ