Current Affairs / 21-06-2021 Part 3
প্রশ্নঃ নিম্নলিখিত কোন হাড়টি মানুষের পায়ে থাকে না? -
(ক) টিবিয়া
(খ) হিউমেরাস
(গ) ফিমার
(ঘ) ফিবিউলা
উত্তরঃ (খ) হিউমেরাস
প্রশ্নঃ আমে কোন্ অ্যাসিড থাকে? -
(ক) টাকটারিক অ্যাসিড
(খ) ম্যালিক অ্যাসিড
(গ) সাইট্রিক অ্যাসিড
(ঘ) উপরের সবগুলিই সঠিক
উত্তরঃ (খ) ম্যালিক অ্যাসিড
প্রশ্নঃ সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? -
(ক) নামের হ্রদ
(খ) ভিমতাল হ্রদ
(গ) মানস সরোবর
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ (গ) মানস সরোবর
প্রশ্নঃ ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? -
(ক) পোলিও
(খ) ম্যালেরিয়া
(গ) ডারমাটাইটিস
(ঘ) কলেরা
উত্তরঃ (গ) ডারমাটাইটিস
প্রশ্নঃ পিনিয়াল গ্রন্থি মানবদেহে কোথায় অবস্থিত? -
(ক) ফুসফুসে
(খ) মস্তিষ্কে
(গ) গলায়
(ঘ) পায়ে
উত্তরঃ (খ) মস্তিষ্কে
প্রশ্নঃ পারমাণবিক সংখ্যার আবিষ্কারক কে? -
(ক) মোসেল
(খ) কোসেল
(গ) ডাল্টন
(ঘ) মেন্ডেলিফ
উত্তরঃ (ক) মোসেল
প্রশ্নঃ ল্যাটেরাইট মৃত্তিকা লাল হওয়ার কারক এতে প্রচুর পরিমান -
(ক) আয়োডিন
(খ) ম্যাঙ্গানিজ
(গ) লোহা
(ঘ) কার্বন
উত্তরঃ (গ) লোহা
প্রশ্নঃ নিম্নলিখিতদের মধ্যে কাকে সিকান্দার লোদি হত্যা করার চেষ্টা করেন? -
(ক) নানম
(খ) মীরাবাঈ
(গ) কবির
(ঘ) চৈতন্য
উত্তরঃ (গ) কবির
প্রশ্নঃ দিল্লির সুলতান যিনি নিজের 'দ্বিতীয় আলেকজান্ডার' (সিকান্দার-ই-সানি) বলে ঘোষনা করেন -
(ক) বলবন
(খ) আলাউদ্দিন খলজি
(গ) সিকান্দার লোদি
(ঘ) সিকান্দার খান
উত্তরঃ (খ) আলাউদ্দিন খলজি
প্রশ্নঃ তেভাগা আন্দোলন কত খ্রিস্টাব্দে শুরু হয়? -
(ক) ১৯৪৬ সালে
(খ) ১৯৪৭ সালে
(গ) ১৯৪২ সালে
(ঘ) ১৯৪৩ সালে
উত্তরঃ (ক) ১৯৪৬ সালে
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের পাঁচটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ