Current Affairs / 21-06-2021 Part 2
প্রশ্নঃ রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান?
(ক) রাষ্ট্রপতি
(খ) রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি
(গ) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
(গ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (খ) রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি
প্রশ্নঃ কেঁচোর সাহায্যে উৎপাদিত জৈব সারটি হলো -
(ক) ভার্মি কম্পোস্ট
(খ) ভার্মিওয়াশ
(গ) টাউন কম্পোস্ট
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (ক) ভার্মি কম্পোস্ট
প্রশ্নঃ প্রথম কোন ভারতীয় দাদাসাহেব ফালকে পুরস্কার পান? -
(ক) দেবিকা রানি
(খ) বীরেন্দ্রনাথ সরকার
(গ) পৃথ্বীরাজ কাপুর
(ঘ) পঙ্কজ মল্লিক
উত্তরঃ (ক) দেবিকা রানি
প্রশ্নঃ মহাত্মা গান্ধী কত সালে ভারতীয় জাতীয় কংগেসের সভাপতি নির্বাচিত হয়েছিলন? -
(ক) ১৯২১ সালে
(খ) ১৯২৪ সালে
(গ) ১৯২৬ সালে
(ঘ) ১৯৩০ সালে
উত্তরঃ (খ) ১৯২৪ সালে
প্রশ্নঃ লেবুতে কোন্ অ্যাসিড থাকে -
(ক) সাইট্রিক অ্যাসিড
(খ) অ্যসকরবিক অ্যাসিড
(গ) ল্যাকটিক অ্যাসিড
(ঘ) ম্যালেয়েক অ্যাসিড
উত্তরঃ (ক) সাইট্রিক অ্যাসিড
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের মোট কয়টি জাতীয় উদ্যান রয়েছে -
(ক) ৫ টি
(খ) ৬ টি
(গ) ৭ টি
(ঘ) ৯ টি
উত্তরঃ (খ) ৬ টি
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগে কয়টি জেলা আছে -
(ক) ৪ টি
(খ) ৫ টি
(গ) ৬ টি
(ঘ) ৩ টি
উত্তরঃ (খ) ৫ টি
প্রশ্নঃ আঙ্গুরে কোন্ অ্যাসিড থাকে -
(ক) সাইট্রিক অ্যাসিড
(খ) অ্যসকরবিক অ্যাসিড
(গ) টারটারিক অ্যাসিড
(ঘ) ম্যালেয়েক অ্যাসিড
উত্তরঃ (গ) টারটারিক অ্যাসিড
প্রশ্নঃ বোলতাতে কোন্ অ্যাসিড থাকে -
(ক) ফরমিক অ্যাসিড
(খ) অ্যসকরবিক অ্যাসিড
(গ) ল্যাকটিক অ্যাসিড
(ঘ) ম্যালেয়েক অ্যাসিড
উত্তরঃ (ক) ফরমিক অ্যাসিড
প্রশ্নঃ দুধে কোন্ অ্যাসিড থাকে -
(ক) ফরমিক অ্যাসিড
(খ) অ্যসকরবিক অ্যাসিড
(গ) ল্যাকটিক অ্যাসিড
(ঘ) ম্যালেয়েক অ্যাসিড
উত্তরঃ (গ) ল্যাকটিক অ্যাসিড
প্রশ্নঃ অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?
(ক) এক ধরনের অপারেটিং সিস্টেম
(খ) হার্ড ডিক্স নিয়ন্ত্রণের প্রোগ্রাম
(গ) এক ধরনের সিস্টেম সফটওয়্যার
(ঘ) আমাদের কাজের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম
উত্তরঃ (গ) এক ধরনের সিস্টেম সফটওয়্যার
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের একটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ