Current Affairs / 21-06-2021 Part 1
প্রশ্নঃ সমান ভরসংখ্যা ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক পরমাণু গুলিকে বলে পরস্পরের -
(ক) আইসোটোন
(খ) আইসোটোপ
(গ) আইসোবার
(ঘ) আইসোমাস
উত্তরঃ (খ) আইসোটোপ
প্রশ্নঃ ম্যাসেঞ্জার বাঁধ ভারতের কোন্ রাজ্যে -
(ক) পশ্চিমবঙ্গ
(খ) উত্তর প্রদেশ
(গ) পাঞ্জাব
(ঘ) জম্বু - কাশ্মীর
উত্তরঃ (ক) পশ্চিমবঙ্গ
প্রশ্নঃ অতিরিক্ত অ্যালকোহলযুক্ত পানীয় পান করলে শরীরের কোন্ অংশ ক্ষতিগ্রস্থ হয়?
(ক) হৃদপিন্ড
(খ) ফুসফুস
(গ) বৃক্ষ
(ঘ) যকৃৎ
উত্তরঃ (ঘ) যকৃৎ
প্রশ্নঃ কিসের জন্য সিলিকন ভ্যালি বিখ্যাত?
(ক) সিলিকন উৎপাদন
(খ) কম্পিউটার সফটওয়্যার
(গ) নদী উপত্যকা
(ঘ) পরিবেশ সংরক্ষণ
উত্তরঃ (খ) কম্পিউটার সফটওয়্যার
প্রশ্নঃ 'ব্যারোমিটার' কে আবিষ্কার করেন? -
(ক) থমাস্ আলভা এডিসন
(খ) মাইকেল ফ্রাঙ্কলিন
(গ) ইভানগ্যালিস্তা টরিসেলি
(ঘ) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
উত্তরঃ (গ) ইভানগ্যালিস্তা টরিসেলি
প্রশ্নঃ বাঁকুড়া জেলার কোন্ শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে -
(ক) বাঁকুড়া
(খ) দুর্লভপুর
(গ) ছাতনা
(ঘ) মুকুটমণিপুর
উত্তরঃ (খ) দুর্লভপুর
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন্ জেলায় দুইভাগে বিভক্ত হয়েছে -
(ক) মালদা
(খ) নদিয়া
(গ) মুর্শিদাবাদ
(ঘ) হুগলি
উত্তরঃ (গ) মুর্শিদাবাদ
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? -
(ক) সরোজিনী নাইডু
(খ) প্রতিভা প্যাটেল
(গ) পদ্মজা নাইডু
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ (গ) পদ্মজা নাইডু
প্রশ্নঃ পৃথিবীর গভীরতম স্থান -
(ক) টোঙ্গা ট্রেঞ্চ
(খ) মারিয়ানা ট্রেঞ্চ
(গ) সুন্ডা ট্রেঞ্চ
(ঘ) কেম্যান ট্রেঞ্চ
উত্তরঃ (খ) মারিয়ানা ট্রেঞ্চ
প্রশ্নঃ তেঁতুলে কোন্ অ্যাসিড থাকে -
(ক) অক্সালিক অ্যাসিড
(খ) অ্যসকরবিক অ্যাসিড
(গ) টারটারিক অ্যাসিড
(ঘ) ম্যালেয়েক অ্যাসিড
উত্তরঃ (গ) টারটারিক অ্যাসিড
প্রশ্নঃ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? -
(ক) সিমুক সাতবাহন
(খ) যজ্ঞশ্রী সাতকর্ণী
(গ) গৌতমীপুত্র সাতকর্ণী
(ঘ) ধননন্দ
উত্তরঃ (ক) সিমুক সাতবাহন
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের একটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ