Current Affairs / 19-06-2021
প্রশ্ন ঃ বেকিং সোডা প্রকৃত পক্ষে -
(ক) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
(খ) সোডিয়াম বাই কার্বনেট
(গ) অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড
(ঘ) সোডিয়াম নাইট্রেট
উত্তরঃ (খ) সোডিয়াম বাই কার্বনেট
প্রশ্ন ঃ পচিত খাদ্য শোষণ হয় -
(ক) পাকস্থলীতে
(খ) বৃহদন্ত্রে
(গ) ক্ষুদ্রান্ত
(ঘ) কোলনে
উত্তরঃ (গ) ক্ষুদ্রান্ত্রে
প্রশ্ন ঃ বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় -
(ক) ৫ই সেপ্টেম্বর
(খ) ৫ই অক্টোবর
(গ) ৫ই নভেম্বর
(ঘ) ৫ই ফেব্রুয়ারি
উত্তরঃ (খ) ৫ই অক্টোবর
প্রশ্ন ঃ রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর?
(ক) ৪ বছর
(খ) ৭ বছর
(গ) ৫ বছর
(ঘ) ৬ বছর
উত্তরঃ (ঘ) ৬ বছর
প্রশ্ন ঃ নদিয়ায় কোন ধরনের মাটি দেখা যায় -
(ক) পলি মাটি
(খ) পডজল মাটি
(গ) ল্যাটেরাইট মাটি
(ঘ) লবণাক্ত মাটি
উত্তরঃ পলি মাটি
প্রশ্ন ঃ প্রোটিনের সনাক্তকরন পরীক্ষা হল -
(ক) মলিশের পরীক্ষা
(খ) বিউরেট পরীক্ষা
(গ) ডি এন পি এর পরীক্ষা
(ঘ) বেনেডিক্ট এর পরীক্ষা
উত্তরঃ (খ) বিউরেট পরীক্ষা
প্রশ্ন ঃ TRYSEM প্রকল্পের উদ্দেশ্য কি? -
(ক) গ্রামীণ যুবকদের স্বনিযুক্তি প্রশিক্ষণ দেওয়া
(খ) শহরের যুবকদের জন্য স্বনিযুক্তি ব্যবস্থা
(গ) মহিলাদের স্বনিযুক্তি প্রশিক্ষণ দেওয়া
(ঘ) শিশুদের উন্নয়নে প্রকল্প প্রস্তুত করা
উত্তরঃ গ্রামীণ যুবকদের স্বনিযুক্তি প্রশিক্ষণ দেওয়া
প্রশ্নঃ আসামের মুখ্যমন্ত্রীর নাম -
(ক) হিমন্ত বিশ্ব শর্মা
(খ) প্রেমসিংহ তামাং
(গ) শিবরাম চৌহান
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তরঃ হিমন্ত বিশ্ব শর্মা
প্রশ্ন ঃ সংযুক্ত পানিগ্রাহি যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন -
(ক) মনিপুরী
(খ) ওড়িশি
(গ) ভারতনাট্যম
(ঘ) কথক
উত্তরঃ (খ) ওড়িশি
প্রশ্ন ঃ গঙ্গাইকোন্ড উপাধি ধারন করেন কে? -
(ক) সমুদ্রগুপ্ত
(খ) রাজেন্দ্র চোল
(গ) চন্দ্রগুপ্ত
(ঘ) সম্রাট আকবর
উত্তরঃ রাজেন্দ্র চোল
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ