Current Affairs / 16-06-2021
প্রশ্ন: একটি বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীর অনুপাত 4:6, যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6 বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা কত?
(ক) 1200
(খ) 800
(গ) 1000
(ঘ) কোনোটিই নয়
উত্তর:(ক) 1200
প্রশ্ন: অশোক 25,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস পর 30,000 টাকা মূলধন নিয়ে বিনোদ তার সঙ্গে যোগ দেয়। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে, অশোকের লাভ্যাংশ কত?
(ক) 5,000 টাকা
(খ) 10,000 টাকা
(গ) 9,000 টাকা
(ঘ) 8,000 টাকা
উত্তর:(খ) 10,000
প্রশ্ন:7 টি সংখ্যার গড় 13, একটি সংখ্যা বাদ দেওয়া গড় 5 বেড়ে যায়। কোন সংখ্যাটি বাদ দেওয়া হয়েছিল?
(ক) 12
(খ) 11
(গ) 10
(ঘ) 9
উত্তর:(গ) 10
প্রশ্ন:20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে।15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে?
(ক) 6
(খ) 10
(গ) 12
(ঘ) 15
উত্তর:(গ) 12
প্রশ্ন: একটি খালি চৌবাচ্চা A নল দিয়ে 25 মিনিটে পূর্ণ ও B নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে?
(ক) 90 মিনিটে
(খ) 50 মিনিটে
(গ) 30 মিনিটে
(ঘ) 20 মিনিটে
উত্তর:(খ) 50 মিনিটে
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ