Current Affairs / 13-06-2021
প্রশ্ন ঃ odd শব্দটি করুন -
(ক) কলেরা
(খ) জন্ডিস
(গ) টাইফয়েড
(ঘ) এইডস
উত্তরঃ (ঘ) এইডস
প্রশ্নঃ odd man out -
(ক) ছোটো নদী
(খ) জলাশয়
(গ) পুকুর
(ঘ) হ্রদ
উত্তরঃ (ক) ছোটো নদী
প্রশ্নঃ BD : EG : : ? : ? -
(ক) PQ : RS
(খ) AC : DF
(গ) TV : XZ
(ঘ) TV : WZ
উত্তরঃ (খ) AC : DF
প্রশ্নঃ পায়রা : শান্তি : : সাদা পতাকা : ? -
(ক) যুদ্ধ
(খ) আত্মসমর্পণ
(গ) জয়
(ঘ) বন্ধুত্ব
উত্তরঃ (খ) আত্মসমর্পণ
প্রশ্নঃ সুঁচ যেভাবে সুতোর সঙ্গে সম্পর্কিত, ঠিক সেভাবেই কলম কিসের সঙ্গে সম্পর্কিত? -
(ক) ঢাকনা
(খ) কালি
(গ) শব্দ
(ঘ) লেখা
উত্তরঃ (খ) কালি
প্রশ্নঃ
(ক) 15(খ) 16
(গ) 17
(ঘ) 18
উত্তরঃ (গ) 17
প্রশ্নঃ
(ক) 6(খ) 7
(গ) 8
(ঘ) 9
উত্তরঃ (খ) 7
প্রশ্নঃ অসম্পূর্ণভাবে নীচের শব্দগুলিকে সাজান -
১) মা, ২) শিশু, ৩) দুধ, ৪) কান্না ৫) হাসি
(ক) ১, ৫, ২, ৪, ৩
(খ) ২, ৪, ১, ৩, ৫
(গ) ২, ৪, ৩, ১, ৫
(ঘ) ৩, ২, ১, ৫, ৪
উত্তরঃ (খ) ২, ৪, ১, ৩, ৫
প্রশ্নঃ যদি O = 16, FOR = 42 হয়, তাহলে FRONT = ? -
(ক) 78
(খ) 73
(গ) 71
(ঘ) 65
উত্তরঃ (খ) 73
প্রশ্নঃ গতকালের অপর দিন শনিবার ছিল, তাহলে আগামীকালের পরের দিন কী বার হবে? -
(ক) সোমবার
(খ) মঙ্গলবার
(গ) বুধবার
(ঘ) বৃহঃস্পতিবার
উত্তরঃ (গ) বুধবার
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলীর উপর এবং সাধারণ জ্ঞান বিষয়ের উপর আগ্রহ আরো বাড়ানোর উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য এই ওয়েবসাইটে প্রত্যেকদিন দশটি করে প্রশ্ন এবং উত্তরের একটি সেট শেয়ার করব। তো প্রত্যেকদিন আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করে তুমি তোমার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করতে পারো। আশাকরি তোমার আগামীদিনের বিভিন্ন চাকরির পরীক্ষার সঠিক প্রস্তুতিও নিতে যথেষ্ট সাহায্য করবে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ