নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
পঞ্চম অধ্যায়
বিংশ শতকে ইউরোপ
পর্ব ২১
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : স্পেনের গৃহযুদ্ধে নেতা কে ছিলেন?
উত্তর : স্পেনের গৃহযুদ্ধে প্রধান নেতা ছিলেন জেনারেল ফ্রাঙ্কো।
প্রশ্ন : জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি ছিল?
উত্তর : জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের নাম ছিল রাইখস্ট্যাগ।
প্রশ্ন : নাৎসি দলের মুখপত্রের নাম কি ছিল?
উত্তর : নাৎসি দলের মুখপাত্র ছিল পিপলস অবজারভার।
প্রশ্ন : কবে এবং কাদের মধ্যে কমিন্টার্ন বিরোধী চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৩৬ খ্রিস্টাব্দে জার্মানি ও জাপানের মধ্যে কমিন্টার্ন চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রশ্ন : জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন?
উত্তর : স্পেনের গৃহযুদ্ধের বিদ্রোহী নেতা ছিলেন জেনারেল ফ্রাঙ্কো।
প্রশ্ন : হিটলার কে ছিলেন?
উত্তর : নাৎসি দলের প্রধান নেতা এবং জার্মানির একনায়কতান্ত্রিক শাসক ছিলেন হিটলার।
প্রশ্ন : নাৎসি দল কার লেখা কোন গানটি কে জাতীয় সংগীতের মর্যাদা দেয়?
উত্তর : ভাগনার লেখা জাগ্রত জার্মানি গানটিকে জাতীয় সংগীতের মর্যাদা দেন।
প্রশ্ন : গেস্টাপো কি?
উত্তর : গেস্টাপো ছিল নাৎসি দেওয়ালের গুপ্ত পুলিশ বাহিনী।
প্রশ্ন : হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম কি?
উত্তর : হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ টির নাম হল মেইন ক্যাম্প।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ