নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
ষষ্ঠ অধ্যায়
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর
পর্ব ৭
নিচে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : কে কোন কোন স্থান নিয়ে ইতালির পূর্ব আফ্রিকা নামে রাষ্ট্রটি গঠন করেন?
উত্তর : মুসোলিনি সোমালিল্যান্ড, আবিসিনিয়া ও ইরিত্রিয়া নিয়ে ইতালির পূর্ব আফ্রিকা নামে রাষ্ট্রটি গঠন করেন।
প্রশ্ন : মুসোলিনি কবে এবং কিভাবে ফিউম বন্দর ইতালির অন্তর্ভুক্ত করেন?
উত্তর : মুসোলিনি ১৯২৫ খ্রিস্টাব্দে নেটিউনো চুক্তির মাধ্যমে ফিউম বন্দর ইয়োগোস্লাভিয়া থেকে ইতালিতে অন্তর্ভুক্ত করেন।
প্রশ্ন : কবে এবং কাদের মধ্যে হোর লাভাল চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৩৫ খ্রিস্টাব্দে ফরাসি পক্ষ ও ইতালির মধ্যে হোর লাভাল চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রশ্ন : নেটিউনো চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : নেটিউনো চুক্তি ১৯২৫ খ্রিস্টাব্দে ইয়োগোস্লাভিয়া ও ইতালির মধ্যে স্বাক্ষরিত হয়।
প্রশ্ন : টিরানার চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : টিরানার চুক্তি ১৯২৬ খ্রিষ্টাব্দে ইতালি ও আলবেনিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ