নবম শ্রেণি
ইতিহাস সাজেশন
পঞ্চম অধ্যায়
বিংশ শতকে ইউরোপ
পর্ব ১২
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখ।
উত্তর : রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনের কয়েকজন নেতার নাম হল মিখাইল, বাকুনিন, ল্যাভরফ প্রমুখ ব্যক্তিত্ব।
প্রশ্ন : মির কাকে বলে?
উত্তরঃ রাশিয়ার গ্রামীন সমবায় সমিতিকে মির বলা হয়।
প্রশ্নঃ কবে রাশিয়াতে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ বলশেভিক দলের নেতৃত্বে ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়াতে সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
প্রশ্নঃ বলশেভিক দলের মুখপাত্রের নাম কি?
উত্তরঃ বলশেভিক দলের মুখপাত্রের নাম হল এপ্রিল থিসিস।
প্রশ্নঃ কাকে, কেন মুক্তিদাতা জার বলা হয়?
উত্তরঃ রাশিয়ান জার দ্বিতীয় আলেকজান্ডারকে, ভূমিদাসদের মুক্তি দেওয়ার জন্য তাঁকে মুক্তিদাতা জার বলা হয়।
প্রশ্নঃ রাশিয়াতে কবে ভূমিদাসের মুক্তির ঘোষণাপত্র জারি হয়?
উত্তরঃ রাশিয়াতে ১৮৬১ খ্রিস্টাব্দের ১৯শে ফেব্রুয়ারি ভূমিদাসের মুক্তির ঘোষণাপত্র জারি হয়।
প্রশ্নঃ জার দ্বিতীয় আলেকজান্ডারের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান কোন্টি?
উত্তরঃ জার দ্বিতীয় আলেকজান্ডারের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হল ভূমিদাসদের মুক্তিদান।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ