নবম শ্রেণি
ইতিহাস সাজেশন
পঞ্চম অধ্যায়
বিংশ শতকে ইউরোপ
পর্ব ১৬
নীচের অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ বলশেভিক দলের ক্ষমতা দখলের পর লেনিন সৈনিক, কৃষক ও শ্রমিকদের কী কী পাওয়ার আশ্বাস দিয়েছিলেন?
উত্তরঃ বলশেভিক দলের ক্ষমতা দখলের পর লেনিন বলেছিলেন সৈনিকরা শান্তি পাবেন, কৃষকরা জমি পাবেন এবং শ্রমিক্রা রুটি পাবেন।
প্রশ্নঃ ট্রট্স্কি কে ছিলেন?
উত্তরঃ ট্রট্স্কি ছিলেন বলশেভিক দলের অন্যতম প্রধান নেতা এবং সোভিয়েত রাশিরায় প্রথম বিদেশমন্ত্রী।
প্রশ্নঃ আলেকজান্ডার কেরেন্স্কি কে ছিলেন?
উত্তরঃ আলেকজান্ডার কেরেন্স্কি ছিলেন মেনশেভিক দলের নেতা এবং বুর্জোয়া প্রজাতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী।
প্রশ্নঃ ভাইমার প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল জার্মানির ভাইমার শহরে।
প্রশ্নঃ কোন্ গ্রন্থকে নাৎসি দলের বাইবেল বলা হত?
উত্তরঃ হিটলারের লেখা আত্মজীবনী মেইন ক্যাম্ফ হল নাৎসি দলের বাইবেল।
প্রশ্নঃ লাল ফৌজ কী?
উত্তরঃ লাল ফৌজ হল রাশিয়ার বলশেভিক দলের স্বেচ্ছাসেবক সেনাবাহিনী।
প্রশ্নঃ লেনিন কে ছিলেন?
উত্তরঃ লেনিন ছিলেন বিলশেভিক দলের প্রধান নেতা এবং সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ