নবম শ্রেণী
ভূগোল সাজেশন
ষষ্ঠ অধ্যায়
দুর্যোগ ও বিপর্যয়
পর্ব ৩
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : প্রকৃতির নিয়ন্ত্রিত ক্ষমতা হারিয়ে গেলে কি সৃষ্টি হয়? -
(ক) ভূমিকম্প
(খ) দুর্যোগ ও বিপর্যয়
(গ) বন্যা
(ঘ) বজ্রপাত
উত্তর : (খ) দুর্যোগ ও বিপর্যয়
প্রশ্ন : উত্তপ্ত শুষ্ক বাতাস, কম বৃষ্টি, বাষ্পীভবনের কারনে কি ধরনের দুর্যোগ দেখা যায়? -
(ক) দাবানল
(খ) ঘূর্ণিঝড়
(গ) খরা
(ঘ) ধস
উত্তর : (গ) খরা
প্রশ্ন : মৌসুমী বৃষ্টি ভারতবর্ষের সহ অন্যান্য দেশকে কি ধরনের দুর্যোগ এনে দেয়? -
(ক) সুনামি জনিত ক্ষয়ক্ষতি
(খ) নদীতে জল হ্রাস
(গ) বন্যা ও খরা কবলিত দুর্যোগ
(ঘ) চাষের সুবিধা
উত্তর : (গ) বন্যা ও খরা কবলিত দুর্যোগ
প্রশ্ন : ১৯৭৮ খ্রিস্টাব্দে ভারতের কোন রাজ্যে গঙ্গা শাখা নদীর বন্যা হয় লক্ষাধিক লোক গৃহহীন হয়েছিল? -
(ক) বিহার
(খ) পশ্চিমবঙ্গ
(গ) অসম
(ঘ) ঝাড়খন্ড
উত্তর : (খ) পশ্চিমবঙ্গ
প্রশ্ন : ২০১০ খ্রিস্টাব্দে সিন্ধু নদীর অববাহিকা অঞ্চলে বন্যার ফলে কোন দেশে প্রায় 2 হাজার লোকের মৃত্যু হয়েছিল?
(ক) পাকিস্তানের
(খ) ভারত ও পাকিস্তান দুটি দেশ এই
(গ) ভারতের জম্মু-কাশ্মীর অঞ্চলে
(ঘ) পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে
উত্তর : (ক) পাকিস্তানের
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ