নবম শ্রেণী
ভূগোল সাজেশন
ষষ্ঠ অধ্যায়
দুর্যোগ ও বিপর্যয়
পর্ব ১
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : বৃক্ষহীন অঞ্চলগুলিতে সামাজিক বনসৃজন করে কি প্রতিরোধ করা যায়?
(ক) দাবানল
(খ) সুনামি
(গ) খরা
(ঘ) ভূমিকম্প
উত্তর : (গ) খরা
প্রশ্ন : Disaster শব্দটি যে ফরাসি শব্দ থেকে এসেছে সেটি হল -
(ক) Disaster
(খ) Desastre
(গ) Descast
(ঘ) Hazards
উত্তর : (খ) Desastre
প্রশ্ন : দুর্যোগ প্রকৃতিকে মুহূর্তের মধ্যে কি করতে পারে? -
(ক) মানবিক কার্যকলাপ বিপন্ন করতে পারে
(খ) নতুন করে সৃষ্টি করতে পারে
(গ) ভূমিরূপ গঠন করতে পারে
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (ক) মানবিক কার্যকলাপ বিপন্ন করতে পারে
প্রশ্ন : খরা বন্যা তুষারঝড় প্রকৃতি হল -
(ক) বায়ুমণ্ডলীয় দুর্যোগ
(খ) ভূমিরূপ গত দুর্যোগ
(গ) মনুষ্য সৃষ্ট দুর্যোগ
(ঘ) ভূতাত্ত্বিক দুর্যোগ
উত্তর : (ক) বায়ুমণ্ডলীয় দুর্যোগ
প্রশ্ন : কোন ইতালিয় শব্দ থেকে Disaster শব্দটি এসেছে? -
(ক) Desastre
(খ) Disastro
(গ) Dis hazards
(ঘ) Hazards
উত্তর : (গ) Dis hazards
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ