Madhyamik English Exam Preparation 2022
মাধ্যমিকের ইংরেজি প্রশ্নে তিনটি বিভাগ আছে - A, B এবং C। এতদিনে তোমরা নিশ্চয়ই জেনেছ যে, সব বিভাগের সব প্রশ্নই আবশ্যিক। কয়েকটি সতর্কতামূলক পদক্ষেপ নিলে অনায়াসেই এই বিষয়ে ভালো নম্বর পাওয়া সম্ভব। বিভিন্ন বিভাগ থেকে কীভাবে প্রায় পুরো নম্বর তোলা যায় সে ব্যাপারে তোমাদের কিছু নির্দেশিকা দেওয়া হল :
Section -A (Seen and Unseen)
এই বিভাগের দুটি অংশ - Reading Comprehension এবং Reading Comprehension Unseen।
Reading Comprehension (Seen)
এই অংশ থেকে মোট 20 নম্বরের প্রশ্ন আসবে; গদ্যাংশ থেকে 12 নম্বর এবং পদ্যাংশ থেকে 8 নম্বর। আশা করি, ইতিমধ্যেই তোমরা প্রশ্নের ধরনের বিষয়ে অবগত হয়েছে।
MCQ অংশে গদ্যাংশ থেকে 5 নম্বরের এবং পদ্যাংশ থেকে 4 নম্বরের অর্থাৎ, মোট 9 নম্বরের প্রশ্ন আসবে। এক্ষেত্রে পাঠ্যবইয়ের সমস্ত গদ্যাংশ ও পদ্যাংশগুলি খুঁটিয়ে পড়লে পুরো নম্বর অর্জন করা সম্ভব। মনে রাখবে, প্রতিটি MCQ - এর উত্তর প্রশ্নে প্রদত্ত জায়গায় লিখতে হবে, শুধু টিকচিহ্ন দিলে চলবে না।
'Complete the following sentences with information from the text' অংশে প্রশ্নের সঙ্গে সাযুজ্য রেখে শুধুমাত্র উত্তরের অংশটুকু লিখতে হবে। নীচের উদাহরণটি লক্ষ করো :
When fathe saw Swami lying on the bench in Mother's room, he asked if ________________ পাশের ফাঁকা স্থানে উত্তর হিসেবে বসাতে হবে, 'he had no school that day.' এখানে লক্ষ করো Text থেকে "Have you no school today?" - এই অংশটি উত্তর হিসেবে হুবহু তুলে দেওয়া হয়নি, বরং বাক্যটি Direct Speech থেকে Indirect Speech - এ পরিবর্তন করে বসানো হয়েছে। অবশ্য কোনোক্ষেত্রেই Text - এর লাইন তোলা যাবে না, তা কিন্তু নয়; খেয়াল রাখতে হবে, প্রশ্নে কী চাওয়া হয়েছে সেদিকে।
'T/F with supporting statement' অংশে বক্সের মধ্যে T/F লিখতে হবে সঠিকভাবে। Box - এর মধ্যেকার উত্তরটি ভুল হলে Supporting statement - এর জন্য বরাদ্দ নম্বর পাওয়া যাবে না, সঠিক statement হলেও। মনে রাখবে, Supporting statement - এর ক্ষেত্রে উত্তর হিসেবে ততটুকুই লিখবে যতটুকু লিখলে T/F - কে প্রতিষ্ঠিত করবে, অতিরিক্ত তথ্য দেওয়া দরকার নেই।
'Answer the following questions' অংশে প্রশ্নের Tense অনুসারে উত্তরের Tense হবে।
'Fill in the chart with information from the text' অংশে Statement/Reason - এর ঘরে পুরো বাক্যে উত্তর লিখতে হবে।
Reading Comprehension (Unseen)
এই বিভাগের জন্য বরাদ্দ নম্বর হল 20। এই বিভাগের সমস্ত প্রশ্নের (অর্থাৎ MCQ, T/F with supporting sentence, Answer the following questions) উত্তর লেখার সময় Reading Comprehension (Unseen) - এর নির্দেশিকাগুলিই মেনে চলতে হবে।
এই অংশে পুরো নম্বর পেতে গেলে ইংরেজি Vocabulary-তে strong হওয়া দরকার। আর তার জন্য ইংরেজি খবরের কাগজ, ম্যাগাজিন, গল্পের বই ইত্যাদি নিয়মিত পড়া দরকার এবং অজানা শব্দের সমার্থক ও বিপরীতার্থক শব্দগুলি Diary খাতায় লিখে রাখা দরকার। মাঝে মাঝে এই শব্দগুলি Revision দিতে হবে। যে কোনো Test Papers এর Passage - গুলি অনুশীলন করলে তোমরা আত্মপ্রত্যয়ী হতে পারবে।
Section - B (Grammar and Vocabulary)
Grammar : মাধ্যমিক পরীক্ষায় Grammar অংশে মোট 12 নম্বর বরাদ্দ আছে। এর জন্য Tenses, Articles, Prepositions, Voice-change, Narration change, Claues, Joining, Transformation of sentences, Group-verbs এই বিষয়গুলি অত্যন্ত ভালোভাবে রপ্ত করতে হবে। আর এই Test Papers - এ প্রদত্ত Question Paper - গুলি বুঝে অভ্যাস করলে পুরো নম্বর অনায়াসেই তোলা সম্ভব হবে।
Vocabulary : Vocabulary অংশে থাকে মোট নম্বর। এক্ষেত্রে Unseen Comprehension Passage থেকে চারটি শব্দের সমার্থক শব্দ বের করতে হয়। মনে রাখতে হবে, এক্ষেত্রে শব্দগুলি প্রশ্নে যেমন পর পর থাকবে, Passage থেকে উত্তরবাচক শব্দগুলিও সেভাবে পর পর পাওয়া যাবে। অর্থাৎ, মনে করো, প্রশ্নের প্রথম শব্দের সমার্থক শব্দ Passage - এর প্রথম Paragraph - এ পাওয়া গেল, তাহলে দ্বিতীয় শব্দের সমার্থক শব্দ সেই শব্দের পর থেকে বা পরের Paragraph থেকে খুঁজে বের করতে হবে। এভাবেই, তৃতীয় ও চতুর্থ শব্দগুলির সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। মনে রাখবে, কখনোই চতুর্থ শব্দটি প্রথম দিকে এবং প্রথম বা দ্বিতীয় শব্দটি শেষের দিকে খুঁজে পাবে না।
আরোও মনে রেখো, প্রশ্নের শব্দগুলি যে Tense বা parts of speech - এ থাকবে, Passage -এ শব্দগুলিও সেভাবে থাকবে।
Section - C : Writting Skill
এই অংশে মোট বরাদ্দ নম্বর 30। সাধারণত তিনটি প্রশ্নের উত্তর দিতে হয়।
- Paragraph এবং Biography লেখার সময় কোনো Point বাদ দেওয়া যাবে না। উত্তর শুরু করার সময় খাতার মাঝখানে একটা Heading (শিরোনাম) দিতে হবে।
- Stroy লেখার সময় সমস্ত Point অন্তর্ভুক্ত করতে হবে। শিরোনাম ছাড়াও গল্পের শেষে Moral লিখতে হবে।
- Letter, Notice, Report লেখার সময় Format - টি মেনে চলতে হবে। মনে রাখবে, Format - এর জন্য নির্দিষ্ট নম্বর বরাদ্দ থাকে। অবশ্য, Content না থাকলে শুধুমাত্র Format - এর জন্য নম্বর পাওয়া যাবে না।
- Process Writing - এর ক্ষেত্রে একই Linker পরপর ব্যবহার না-করে নানারকম Linker (যেমন - Then, next, afterwards, thereafter ইত্যাদি) ব্যবহার করাই শ্রেয়।
- Dialogue Writing - এর ক্ষেত্রে সাধারনত past tense অনুসরন করবে। অবশ্য প্রসঙ্গটি যদি বর্তমানের বিষয়কে কেন্দ্র করে হয় (যেমন - What is your aim in life?) তাহলে present tense হবে।
- Summary Writing - এর ক্ষেত্রে শব্দসংখ্যা মূল Passage - এর শব্দসংখ্যার অর্ধেক হবে।
এখন এই Suggestion অংশে 2022 - এর জন্য কিছু গুরুত্বপূর্ণ Writing Skill অনুশীলন করতে দেওয়া হয়েছে। সেগুলি ছাড়াও এই Test Papers -এর বিভিন্ন Question Papers - এর Writing Skill - গুলি ঘড়ি ধরে অনুশীলন করবে ও শিক্ষক/শিক্ষিকাদের কাছে দেখিয়ে নেবে।
সবশেষে বলি, নিজের লক্ষ্যে স্থির থেকে চেষ্টা চালিয়ে গেলে নিশ্চিতভাবে তোমরা সাফল্য লাভ করবেই।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ