HS History Last Minute Suggestion 2021 - উচ্চমাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন - WBCHSE Last Minute History Suggestion
Type Here to Get Search Results !

HS History Last Minute Suggestion 2021 - উচ্চমাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন - WBCHSE Last Minute History Suggestion

উচ্চমাধ্যমিক ইতিহাস লাস্ট মিনিট সাজেশন


     উচ্চমাধ্যমিক ইতিহাসের ২০২১ এর লাস্ট মিনিট সাজেশন আজকে আমাদের আলোচনার বিষয়। বর্তমানে বোর্ডের নির্দেশ বিধি অনুসারে যে ৪০ নাম্বরের পরীক্ষা হওয়ার কথা তো এর উপর নির্ভর করে এখানে মোট ১০টি প্রশ্ন দেওয়া হল। এই ১০টি প্রশ্ন তোমাদের পরীক্ষার আগে প্রশ্ন অনুশীলন করতে হবে। 

প্রথম অধ্যায়

অতীত স্মরণ

 

(১) মিথ বা পৌরাণিক কাহিনী ও লেজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারাণাকে এরা কিভাবে রূপ দান করে?


(২) জাদুঘর কাকে বলে? বিভিন্ন প্রকার জাদুঘরের ভূমিকা আলোচনা করো।


তৃতীয় অধ্যায়

ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি ঃ নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য


(৩) ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়?


(৪) পলশী ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো।


চতুর্থ অধ্যায়

সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিক্রিয়া


(৫) ভারতের সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো।


(৬) চীনের ৪ঠা মে আন্দোলনের কারনগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো।


পঞ্চম অধ্যায়

ঔপনিবেশিক ভারতের শাসন


(৭) ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো।


(৮) রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? গান্ধীজী কেন এই আইনের বিরোধিতা করেছিলেন।


ষষ্ঠ অধ্যায়

দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশসমূহ


(৯) হো - চি - মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও।


(১০) ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা করো।

 

সম্পূর্ণ সাজেশনটি উত্তরসহ পেতে ঃ এইখানে ক্লিক করুন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close