LightBlog
Higher Secondary Bengali Suggestion 2021 - কে বাঁচায়, কে বাঁচে - মানিক বন্ধ্যোপাধ্যায় - Higher Secondary Bengali Online Free Mock Test Part 2
Type Here to Get Search Results !

Higher Secondary Bengali Suggestion 2021 - কে বাঁচায়, কে বাঁচে - মানিক বন্ধ্যোপাধ্যায় - Higher Secondary Bengali Online Free Mock Test Part 2

Higher Secondary Bengali Online Free Mock Test 
Part 2

1. "নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে," - বুঝিয়ে বলার কথাটি ছিল -




... Answer is B)
"নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে," - বুঝিয়ে বলার কথাটি ছিল - নিজে কষ্ট করে শুধুমাত্র অন্যকে বাঁচানো যাবেনা।


2. "এ অপরাধের প্রায়শ্চিত্ত কি?" - বক্তা এখানে অপরাধ মনে করেন -




... Answer is A)
"এ অপরাধের প্রায়শ্চিত্ত কি?" - বক্তা এখানে অপরাধ মনে করেন - নিজের চারবেলা করে ভাত খাওয়াকে।


3. "না খেয়ে মরাটা উচিত নয় ভাই।" - কথাটি বলেছে -




... Answer is B)
"না খেয়ে মরাটা উচিত নয় ভাই।" - কথাটি বলেছে - নিখিল।


4. "নিখিল চুপ করে থাকে।" - নিখিলের এই চুপ করে থাকার কারণ হলো -




... Answer is A)
"নিখিল চুপ করে থাকে।" - নিখিলের এই চুপ করে থাকার কারণ হলো - মৃত্যুঞ্জয় চোখ ছল ছল করে ওঠে।


5. "ওটা পাশবিক স্বার্থপরতা" - মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে পাশবিক স্বার্থপরতা বলেছে তা হল -




... Answer is C)
"ওটা পাশবিক স্বার্থপরতা" - মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে পাশবিক স্বার্থপরতা বলেছে তা হল - বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতাকে।


6. "সেটা হয় অনিয়ম।" এই অনিয়মটি হলো -




... Answer is B)
"সেটা হয় অনিয়ম।" এই অনিয়মটি হলো - বাস্তব নিয়ম উল্টে মধুর আধ্যাত্বিক নীতিতে পরিণত করা।


7. "আমাকে দু'তিনদিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন।" -মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিল -




... Answer is B)
"আমাকে দু'তিনদিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন।" -মৃত্যুঞ্জয় তার স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়েছিল - ফুটপাতের লোক গুলোর কাছে।


8. "এখন সেটা বন্ধ করে দিয়েছে।" - মৃত্যুঞ্জয় এখন বন্ধ করে দিয়েছে -




... Answer is D)
"এখন সেটা বন্ধ করে দিয়েছে।" - মৃত্যুঞ্জয় এখন বন্ধ করে দিয়েছে - অনাহারী, অর্থপ্রার্থীদের সঙ্গে কথাবার্তা বলা।


9. "নিখিল সংবাদপত্রটি তুলে নিল।" - সংবাদপত্রে যে বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা হলো -




... Answer is C)
"নিখিল সংবাদপত্রটি তুলে নিল।" - সংবাদপত্রে যে বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা হলো - প্রায় কুড়িটি মৃতদেহকে ভালোভাবে সৎগতির ব্যবস্থা করা হয়নি।


10. "নিখিলকে বারবার আসতে হয়।" - নিখিল আসে -




... Answer is A)
"নিখিলকে বারবার আসতে হয়।" - নিখিল আসে - মৃত্যুঞ্জয়ের বাড়িতে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close