জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স
প্রশ্নঃ রেগুর কোন্ মৃত্তিকার অপর নাম?
উত্তরঃ ল্যাটেরাইট মৃত্তিকা
প্রশ্নঃ লাল আলোর নীচে সবুজ পাতা রাখলে তার রং কেমন হবে?
উত্তরঃ কালো
প্রশ্নঃ রাজ্যপালকে কে নিয়োগ করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি
প্রশ্নঃ "War and Peace" - গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ লিও টলস্টয়
প্রশ্নঃ ওয়াকার কাপটি কোন্ খেলার সাথে যুক্ত?
উত্তরঃ গলফ্
প্রশ্নঃ ভারতের মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বাই
প্রশ্নঃ বর্তমানে ভারতের রেলপথকে মোট কয়টি জোনে ভাগ করা হয়েছে?
উত্তরঃ ১৬টি
প্রশ্নঃ বর্তমান ভারতের মোট রেলপথের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৬৩,০২৮ কিলোমিটার
প্রশ্নঃ ভারতীয় রেলের স্থপতির নাম কি?
উত্তরঃ লর্ড ডালহৌসি
প্রশ্নঃ পেরিয়ার অভয়ারন্য কোন্ রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কেরালা
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ