প্রশ্ন : জাদুঘর কাকে বলে? বিভিন্ন প্রকার জাদুঘরের ভূমিকা আলোচনা করো।
উত্তর :
জাদুঘরের সংজ্ঞা -
জাদুঘরের প্রকারভেদ
জাদুঘরের বিভিন্ন ভাগ গুলি হল -(ক) সাধারণ জাদুঘর :
সাধারণ জাদুঘরের প্রধান ভাগ গুলি হল :(১) বহুমুখী জাদুঘর
(২) শিশু জাদুঘর
(৩) বিশ্ববিদ্যালয় ও কলেজ জাদুঘর
(খ) কলা জাদুঘর :
কলা জাদুঘরের প্রধান ভাগ গুলি হল -
(১) শিল্প সংরক্ষণ জাদুঘর
(২) শিল্পদ্রব্য ও প্রতিকৃতি প্রদর্শনশালা
(৩) আধুনিক কলা জাদুঘর
(৪) লকলার ও কারুশিল্প জাদুঘর
(গ) ঐতিহাসিক জাদুঘর :
ঐতিহাসিক জাদুঘরের প্রধান ভাগ গুলি হল -
(১) প্রত্নতাত্ত্বিক জাদুঘর
(২) ব্যক্তি বিষয়ক জাদুঘর
(৩) স্মৃতি জাদুঘর
(৪) রাজ প্রাসাদ জাদুঘর
(ঘ) বিজ্ঞান বিষয়ক জাদুঘর :
বিজ্ঞান বিষয়ক জাদুঘরের প্রধান ভাগ গুলি হল -
(১) ভূতাত্ত্বিক জাদুঘর
(২) প্রাণিবিদ্যা জাদুঘর
(৩) প্রাকৃতিক ইতিহাস জাদুঘর
(৪) বিজ্ঞান জাদুঘর
জাদুঘরের উদ্দেশ্য সমূহ বা কার্যাবলী
নিচে জাদুঘরের প্রধান উদ্দেশ্য গুলি আলোচনা করা হলো -(১) প্রত্ন নিদর্শন সংগ্রহ
(২) প্রত্ন নিদর্শন সংরক্ষণ
(৩) প্রতিকৃতি নির্মান
(৪) অতীত সমাজ-সভ্যতার ধারণা দান
(৫) স্মরণীয় ব্যক্তিত্বের সংগ্রহশালা নির্মাণ
(৬) জনসচেতনতা গঠন
(৭) জ্ঞানের প্রসার
(৮) অতীত ইতিহাসের পুনরাবির্ভাবের সাহায্য
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ