নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
চতুর্থ অধ্যায
শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
পর্ব ২
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন গুলোর উত্তর দাও :
প্রশ্ন : জোলভেরাইন প্রতিষ্ঠা্য নেতৃত্ব দিয়েছিল -
(ক) প্রাশিয়া
(খ) ব্যাভেরিয়া
(গ) অস্ট্রিয়া
(ঘ) স্যাক্সনি
উত্তর : (গ) অস্ট্রিয়া
প্রশ্ন : কোন দেশে লুডাইট দাঙ্গা শুরু হয়? -
(ক) ইংল্যান্ডে
(খ) জার্মানিতে
(গ) রাশিয়ায়
(ঘ) ফ্রান্সে
উত্তর : (ক) ইংল্যান্ডে
প্রশ্ন : 'ফ্যাক্টরি' প্রথা বলতে বোঝায় -
(ক) শ্রম বিভাজন
(খ) ঔপনিবেশিক বাজার দখল
(গ) বৃহৎ কলকারখানা প্রতিষ্ঠা
(ঘ) মূলধন বিনিয়োগ
উত্তর : (গ) বৃহৎ কলকারখানা প্রতিষ্ঠা
প্রশ্ন : আসোয়ান বাঁধ তৈরির প্রকল্প গ্রহণ করেছিলেন -
(ক) কামাল পাশা
(খ) গ্লাডস্টোন
(গ) লেসেপস
(ঘ) আবদেল নাসের
উত্তর : (ঘ) আবদেল নাসের
প্রশ্ন : 'শ্রমিকশ্রেণী' কথাটি সর্বপ্রথম ব্যবহৃত হয় -
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮১৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮১৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮১৬ খ্রিস্টাব্দে
উত্তর : (গ) ১৮১৫ খ্রিস্টাব্দে
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ