নবম শ্রেণি
ভূগোল সাজেশন
তৃতীয় অধ্যায়
পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়
পর্ব ৭
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলোর উত্তর দাও :
প্রশ্ন : কোন মহাসাগরের উপর দিয়ে ১৮০° দ্রাঘিমারেখা প্রসারিত?
উত্তর : প্রশান্ত মহাসাগর।
প্রশ্ন : নিরক্ষরেখার অপর নাম কী?
উত্তর : বিষুব রেখা।
প্রশ্ন : গ্রিনউইচের প্রমাণ সময়ের সাথে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য কত?
উত্তর : ৫ ঘন্টা ৩০ মিনিট।
প্রশ্ন : ক্রোনোমিটার ঘড়ি কে আবিষ্কার করেন?
উত্তর : জন হ্যারিসন।
প্রশ্ন : প্রতি ১° দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত?
উত্তর : ৪ মিনিট।
প্রশ্ন : আন্তর্জাতিক তারিখ রেখার অন্য নাম কি?
উত্তর : দিন পরিবর্তন রেখা।
প্রশ্ন : পৃথিবীপৃষ্ঠের অবস্থিত কোন স্থানে বিপরীত অবস্থান কে কি বলে?
উত্তর : প্রতিপাদ স্থান।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ