নবম শ্রেণী
ভূগোল সাজেশন
চতুর্থ অধ্যায়
ভূ গাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
পর্ব ১২
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও:-
প্রশ্ন: কোন মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলে?
উত্তর: ছোটনাগপুরকে।
প্রশ্ন: পামির মালভূমির উচ্চতা কত?
উত্তর: 4,873 মিটার।
প্রশ্ন: হাওয়াই কোন মহাসাগরে অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
প্রশ্ন: আরাবল্লী কোন ধরনের পর্বত?
উত্তর: ক্ষয়জাত ও অবশিষ্ট পর্বত।
প্রশ্ন: নীল নদের মোহনা কোন সাগরে?
উত্তর: ভূমধ্যসাগরে।
প্রশ্ন: হোয়াংহো নদীর মোহনা কোন সাগরে?
উত্তর: চীন সাগরে।
প্রশ্ন: হিমালয় পর্বতের কোন ঢালে জনসংখ্যা কম?
উত্তর: উত্তর ঢালে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ