নবম শ্রেণী
ভূগোল সাজেশন
প্রথম অধ্যায়
গ্রহরূপে পৃথিবী
পর্ব ৭
অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ GPS এর পুরো নাম কি?
উত্তরঃ Global Positioning System
প্রশ্নঃ ক্লিওপেট্রার কি?
উত্তরঃ- শিলাস্তম্ভ
প্রশ্নঃ GIS এর পুরো নাম কি?
উত্তরঃ Geographical Information System
প্রশ্নঃ জিওড কি?
উত্তরঃ- পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো।
প্রশ্নঃ চন্দ্রগ্রহণের দ্বারা কী প্রমাণ করা হয়?
উত্তরঃ পৃথিবীর গোলোত্বের প্রমাণ করে।
প্রশ্নঃ মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তরঃ- ৯.৮৩২ মি/ বর্গসেকেন্ড
প্রশ্নঃ কোরিওলিস বলের অন্য নাম কি?
উত্তরঃ অপকেন্দ্র বল।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ