নবম শ্রেণি
ভূগোল সাজেশন
দ্বিতীয় অধ্যায়
পৃথিবীর গতি
পর্ব ১৫
নিচের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : পৃথিবীর আবর্তন গতির এবং পরিক্রম গতির মধ্যে পার্থক্য লেখ।
প্রশ্ন : পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে তার হেলে যাওয়ার অবস্থান ও গুরুত্ব সম্পর্কে লেখ।
প্রশ্ন : মেরুপ্রভা বা মেরুজ্যোতি বা অরোরা কি? এটি কিভাবে সৃষ্টি হয়?
প্রশ্ন : অধিবর্ষ বা লিপ ইয়ার বলতে কি বোঝো সংক্ষেপে লেখ।
প্রশ্ন : পৃথিবীর অপসূর ও অনুসূর অবস্থানের মধ্যে প্রধান তিনটি পার্থক্য উল্লেখ করো।
প্রশ্ন : পৃথিবীতে কিভাবে দিন ও রাত্রি সংঘটিত হয় তা সংক্ষেপে লেখ।
প্রশ্ন : মহাবিষুব ও জলবিষুবের মধ্যে প্রধান তিনটি পার্থক্য উল্লেখ করো।
প্রশ্ন : পৃথিবীর উত্তরায়ন ও দক্ষিনায়ন বলতে কী বোঝো?
প্রশ্ন : সৌর বছর ও নক্ষত্র বছরের মধ্যে প্রধান তিনটি পার্থক্য উল্লেখ করো।
প্রশ্ন : "আবর্তন গতি না থাকলে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকত না" - এই মন্তব্যের যথার্থতা বিচার করো।
প্রশ্ন : পৃথিবীর অক্ষপথ ও কক্ষপথের মধ্যে প্রধান তিনটি পার্থক্য উল্লেখ করো।
প্রশ্ন : ঋতু পরিবর্তনের প্রধান কারণগুলি উল্লেখ করে ব্যাখ্যা করো।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ