নবম শ্রেণী
ভূগোল সাজেশন
দ্বিতীয় অধ্যায়
পৃথিবীর গতি সমূহ
পর্ব ১০
অতিসংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ সৌরজগতের কোন্ গ্রহের সূর্যকে প্রদক্ষিণ করতে বেশি সময় লাগে?
উত্তরঃ প্লুটো
প্রশ্নঃ কোন্ কোন্ গ্রহ ঘড়ির কাঁটার অভিমুখী আবর্তন করে?
উত্তরঃ- শুক্র ও ইউরেনাস
প্রশ্নঃ সৌরজগতের কোন্ গ্রহ সবথেকে কম দিনে সূর্যকে একবার পাক খায়?
উত্তরঃ বুধগ্রহ
প্রশ্নঃ কোন্ দেশকে নিশীথ সূর্যের দেশ বলে?
উত্তরঃ- নরওয়ে
প্রশ্নঃ পৃথিবীর কোন্ স্থানে গোধূলির স্থায়িত্ব বেশি?
উত্তরঃ নিরক্ষীয় অঞ্চলে
প্রশ্নঃ সৌরজগতের কোন্ গ্রহের একদিন এক বছরের থেকে বড়ো?
উত্তরঃ শুক্রগ্রহ
প্রশ্নঃ দিনের কোন্ সময় ছায়া সবথেকে ছোটো হয়?
উত্তরঃ দুপুর ১২ টার সময়
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ