নবম শ্রেণী
ভূগোল সাজেশন
তৃতীয় অধ্যায়
পৃথিবীপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয়
পর্ব ৪
নিচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ
প্রশ্নঃ পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে –
(ক) অর্ধবৃত্ত
(খ) পূর্ণবৃত্ত
(গ) মহাবৃত্ত
(ঘ) অধিবৃত্ত
উত্তরঃ (গ) মহাবৃত্ত
প্রশ্নঃ সময় অঞ্চল সবথেকে বেশী যে দেশে তা হল –
(ক) আমেরিকা
(খ) ভারত
(গ) রাশিয়া
(ঘ) ব্রিটেন
উত্তরঃ (গ) রাশিয়া
প্রশ্নঃ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাকে জালক দেখানো হয় –
(ক) ভূগোলকে
(খ) ভূমানচিত্রে
(গ) আবহ মানচিত্রে
(ঘ) ভূখন্ডে
উত্তরঃ (ক) ভূগোলকে
প্রশ্নঃ যে জ্যোতিষ্কের সাহায্যে দক্ষিন গোলার্ধ থেকে রাত্রিতে অক্ষাংশ নির্ণয় সম্ভব তা হল –
(ক) চাঁদ
(খ) ধ্রুবতারা
(গ) সন্ধ্যাতারা
(ঘ) হ্যাডলির অকট্যান্ট
উত্তরঃ (ঘ) হ্যাডলির অকট্যান্ট
প্রশ্নঃ যে যন্ত্রের সাহায্যে মধ্যাহ্ণ সূর্যের সর্বোচ্চ অবস্থান জানা যায় তা হল –
(ক) ক্রোমোমিটার
(খ) ব্যারোমিটার
(গ) সেক্সট্যান্ট
(ঘ) ক্লাইনোমিটার
উত্তরঃ (গ) সেক্সট্যান্ট
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ