নবম শ্রেণি
ভূগোল সাজেশন
চতুর্থ অধ্যায়
ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
পর্ব ৩
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : ভূঅভ্যন্তরীণ শক্তির প্রভাবে ভূমি যখন হঠাৎ ক্ষণিকের জন্য আন্দোলিত হয় তখন সেই আলোড়নকে বলে -
(ক) ধীর আলোড়ন
(খ) আকস্মিক আলোড়ন
(গ) ঊর্ধ্বমুখী আলোড়ন
(ঘ) উপরের কোনোটিই নয়
উত্তর : (খ) আকস্মিক আলোড়ন
প্রশ্ন : সমুদ্রতল থেকে 900 মিটারের বেশি উচ্চতার যুক্ত ভূমিরূপটি নাম হল -
(ক) সমভূমি
(খ) মালভূমি
(গ) পর্বত
(ঘ) উপত্যকা
উত্তর : (গ) পর্বত
প্রশ্ন : আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
(ক) ইউরোপ
(খ) এশিয়া
(গ) আফ্রিকা
(ঘ) দক্ষিণ আমেরিকা
উত্তর : (ঘ) দক্ষিণ আমেরিকা
প্রশ্ন : পাত সংস্থান মতবাদ অনুসারে অভিসারী পাত সীমান্তের সৃষ্ট হওয়া ভূমিরূপটি হলো -
(ক) ভঙ্গিল পর্বত
(খ) স্তুপ পর্বত
(গ) বৃহৎ চ্যুতি
(ঘ) কোনোটিই নয়
উত্তর : (ক) ভঙ্গিল পর্বত
প্রশ্ন : ইউরেশীয় ও ভারতীয় পাতের সংঘর্ষে কোন্ পর্বতমালা সৃষ্টি হয় -
(ক) হিমালয়
(খ) কুয়েনলুন
(গ) আল্পস
(ঘ) সহ্যাদ্রি
উত্তর : হিমালয়
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ