WBBSE Class 9 Geography Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - ভূগোল সাজেশন - চতুর্থ অধ্যায় - ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ - নবম শ্রেণী ভূগোল সাজেশন ২০২১ - পর্ব ১
Type Here to Get Search Results !

WBBSE Class 9 Geography Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - ভূগোল সাজেশন - চতুর্থ অধ্যায় - ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ - নবম শ্রেণী ভূগোল সাজেশন ২০২১ - পর্ব ১

 নবম শ্রেণি

ভূগোল সাজেশন
চতুর্থ অধ্যায়
ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ
পর্ব ১




নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :

প্রশ্ন : যে সমস্ত ভৌত ও রাসায়নিক পদ্ধতির মাধ্যমে ভূমিরূপ গঠিত ও বিবর্তিত হয় তাদের বলা হয় -
(ক) সংনমন
(খ) জিও টেকনিক পদ্ধতি
(গ) গঠনকারী শিল পদ্ধতি
(ঘ) এর কোনোটিই নয়
উত্তর : (খ) জিও টেকনিক পদ্ধতি

প্রশ্ন : পৃথিবীর সমস্ত ভূমিরূপ তৈরি মূলে রয়েছে -
(ক) দুই প্রকারের শক্তি
(খ) তিন প্রকারের শক্তি
(গ) চার প্রকারের শক্তি
(ঘ) পাঁচ প্রকারের শক্তি
উত্তর : (ক) দুই প্রকারের শক্তি

প্রশ্ন : পৃথিবীর অভ্যন্তরে বা ভূগর্ভে উৎপন্ন শক্তিকে বলা হয় -
(ক) অন্তর্জাত শক্তি
(খ) বহির্জাত শক্তি
(গ) কোরিওলিস বল
(ঘ) এর কোনোটিই নয়
উত্তর : (ক) অন্তর্জাত শক্তি

প্রশ্ন : আন্তর্জাতিক শক্তি ও বহির্জাত শক্তির মিলিত প্রবাহ পৃথিবীপৃষ্ঠে যে বিষয়টি সৃষ্টি হয় তা হল -
(ক) শুধুমাত্র মালভূমি
(খ) ভূমিরূপ
(গ) নদ-নদী
(ঘ) এর কোনোটি নয়
উত্তর : (খ) ভূমিরূপ

প্রশ্ন : অন্তর্জাত প্রক্রিয়ার প্রধান চালিকা শক্তি হল -
(ক) ভূ-অভ্যন্তরে সৃষ্ট পরিচলন স্রোত
(খ) জলের চাপ বৃদ্ধি জনিত শক্তি
(গ) সৌরশক্তি
(ঘ) কোরিওলিস বল
উত্তর : (ক) ভূ-অভ্যন্তরের সৃষ্ট পরিচালক স্রোত

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close