নবম শ্রেণী
ভূগোল সাজেশন
দ্বিতীয় অধ্যায়
পৃথিবীর গতি সমূহ
পর্ব ১
বিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাওঃ
প্রশ্নঃ শনি গ্রহের পরক্রমণের সময় -
(ক) ২৮ বছর
(খ) ২৯ বছর
(গ) ২৯.২ বছর
(ঘ) ৩২ বছর
উত্তরঃ (গ) ২৯.২ বছর
প্রশ্নঃ কোন্ গ্রহটি আবর্তনের সময় একেবারে পৃথিবীর মতোই -
(ক) মঙ্গল
(খ) শুক্র
(গ) বৃহস্পতি
(ঘ) এরিস
উত্তরঃ- (ক) মঙ্গল
প্রশ্নঃ মেরুবিন্দুতে পৃথিবীর পরিধি সবথেকে -
(ক) কম
(খ) বেশি
(গ) শূন্য
(ঘ) কৌণিক
উত্তরঃ (গ) শূন্য
প্রশ্নঃ পৃথিবী আবর্তিত হচ্ছে –
(ক) দক্ষিণ থেকে উত্তরে
(খ) উত্তর থেকে দক্ষিনে
(গ) পূর্ব থেকে পশ্চিমে
(ঘ) পশ্চিম থেকে পূর্বে
উত্তরঃ- (ঘ) পশ্চিম থেকে পূর্বে
প্রশ্নঃ কোরিওলিস বল কথাটি সর্বপ্রথম উল্লেখ করেন -
(ক) পিথাগোরাস
(খ) জি ডি কোরিওলিস
(গ) কোপারনিকাস
(ঘ) ফিলোলাস
উত্তরঃ (খ) জি ডি কোরিওলিস
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ