নবম শ্রেণি
বাংলা সাজেশন
চন্দ্রনাথ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
পর্ব ৮
নিচের ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : "দিস ইজ ম্যাথামেটিক্স।" - 'চন্দ্রনাথ' গল্প অংশে অবলম্বনে মন্তব্যটি বিশ্লেষণ কর।
প্রশ্ন : "তাহাকে অকপটেই সমস্ত বলিলাম" - কার কথা বলা হয়েছে? তাকে কি বলা হয়েছিল?
প্রশ্ন : "এমন বুকে দাগ কাটা দৃষ্টি আমার জীবনে আমি খুব কমই দেখিয়াছি।" - কি দেখে বক্তা এই মন্তব্য করেছেন তা আলোচনা করো।
প্রশ্ন : "হীরুই সেবার ফার্স্ট হয়েছিল।" - হীরু কে? সে কিভাবে ফার্স্ট হয়েছিল তা 'চন্দ্রনাথ' গল্প অবলম্বনে উল্লেখ করো।
প্রশ্ন : "আমারই অন্যায় হল।" - বক্তা যে পরিস্থিতিতে এই মন্তব্য করেছেন তা আলোচনা করো।
প্রশ্ন : "ভদ্রলোক আত্মসংবরণের জন্য বিপুল প্রয়াস করিতেছিলেন" - কার কথা বলা হয়েছে? তার এমন আচরণের কারণ কি?
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ