WBBSE Class 9 Bengali Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - বাংলা সাজেশন - চন্দ্রনাথ - তারাশঙ্কর গঙ্গোপাধ্যায় - নবম শ্রেণী বাংলা সাজেশন ২০২১ - পর্ব ৬
Type Here to Get Search Results !

WBBSE Class 9 Bengali Suggestion 2021 PDF Download - নবম শ্রেনী - বাংলা সাজেশন - চন্দ্রনাথ - তারাশঙ্কর গঙ্গোপাধ্যায় - নবম শ্রেণী বাংলা সাজেশন ২০২১ - পর্ব ৬

 নবম শ্রেণী

বাংলা সাজেশন
চন্দ্রনাথ
তারাশঙ্কর গঙ্গোপাধ্যায়
পর্ব ৬




অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন ঃ

প্রশ্ন: হিরু চন্দ্রনাথের কাছে কি প্রস্তাব নিয়ে এসেছিল?
উত্তর: হিরু চন্দ্রনাথের কাছে তার কাকা তথা স্কুলের সম্পাদকের চন্দ্রনাথকে বিশেষ পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে এসেছিল।

প্রশ্ন: নুরুর লেখা কাগজে বেরিয়েছে শুনে মাস্টার মশাই তাকে লেখাটা দেখাতে বলেছিলেন এবং তিনি সেটা করবেন বলেও জানিয়েছিলেন।

প্রশ্ন:"কিন্তু একটি শুধু মেলে নাই..."-কি না মেলার কথা বলা হয়েছে?
উত্তর: চন্দ্রনাথ হিরুকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পেছনে ফেলে এগিয়ে যাবে-চন্দ্রনাথের এই ভবিষ্যদবাণী না মেলার কথা বলা হয়েছে।

প্রশ্ন:"... এইটেই আমার কাছে আর স্মৃতি চিহ্ন।"-স্মৃতিচিহ্ন হিসেবে কিসের কথা বলা হয়েছে?
উত্তর: হিরু তাকে উদ্দেশ্য করে চন্দ্রনাথের লেখা চিঠিটিকেই স্মৃতি চিহ্ন হিসেবে মনে করেছেন।

প্রশ্ন:"... বাড়ির পাশের আমবাগানটার সে শোভা আজও আমার মনে আছে।"-এস বা কিভাবে সৃষ্টি হয়েছিল?
উত্তর: চিনা লন্ঠন আর রঙিন কাগজের মালার বিন্যাসে হিরুর বাড়ির পাশে আম বাগানের শোভা তৈরি হয়েছিল।

প্রশ্ন: চন্দ্রনাথ তার চিঠিতে হিরুকে কি সম্বোধন করেছিল?
উত্তর: চন্দ্রনাথ তার চিঠিতে হিরুকে প্রথম 'প্রিয়বরেষু' লিখলেও পরে সেটি কেটে 'প্রীতিভাজনেষু' লিখেছিল।

প্রশ্ন: হিরুর বিলেতে যাওয়ার প্রয়োজন হয়েছিল কেন?
উত্তর: আইসিএস পড়ার জন্য হিরুর বিলেতে যাওয়ার প্রয়োজন হয়েছিল।

প্রশ্ন: কালপুরুষ নক্ষত্র কোথায় কার সঙ্গে চলেছে?
উত্তর: গল্পকথকের কল্পনায় রাতের জনহীন পথে কিশোর চন্দ্রনাথের সঙ্গে সঙ্গে কালপুরুষ নক্ষত্র চলেছে।

প্রশ্ন:"মাস্টার মহাশয়ের ওইটুকু এক বিশেষত্ব..."-এখানে কোন বিশেষত্বের কথা বলা হয়েছে?
উত্তর: ছাত্র স্কুলের তথা মাস্টারমশাইয়ের অধিকারের গণ্ডি অতিক্রম করলে তিনি আর তাকে 'তুই'না বলে 'তুমি' সম্মোধন করে।

প্রশ্ন:'চন্দ্রনাথ' গল্পের কথক নুরুর প্রতি মাস্টারমশাইয়ের পরামর্শ কি ছিল?
উত্তর: মাস্টারমশাই কথক নুরুকে সাহিত্যচর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বলেছিলেন যে পাড়ার সময়ে সাহিত্যচর্চা কম করতে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close