GK Today in Bengali
Part 8
আপনাকে স্বাগতম আমাদের এই ওয়েবসাইটে। আজকে আমাদের আলোচনার বিষয় হল সাধারন বিজ্ঞানের উপর কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর। এই প্রশ্নগুলি আপনাকে Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP Sl, WBP Constable, ICDS Supervisor, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষাগুলিতে আদর্শ ভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে।
প্রশ্ন : তৈমুর লং ভারত আক্রমণ করেছিলো কত খ্রিস্টাব্দে?
উত্তর : ১৩৯৮ খ্রিস্টাব্দে।প্রশ্ন : ৪৯তম সমান্তরাল রেখা সংযুক্ত হয় কোন দুটি দেশ মিলে?
উত্তর : কানাডা ও আমেরিকার।
প্রশ্ন : "সুপারনোভা" কি?
উত্তর : মৃত নক্ষত্র।
প্রশ্ন : ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে স্থাপন করেন?
উত্তর : রাসবিহারী বসু।
প্রশ্ন : জাপানের পার্লামেন্ট কি নামে পরিচিত?
উত্তর : ডায়েট।
প্রশ্ন : "এনজাইম" কি?
উত্তর : একপ্রকার প্রোটিন।
প্রশ্ন : সূর্যের অন্যতম গ্যাসীয় উপাদান কোনটি?
উত্তর : হাইড্রোজেন।
প্রশ্ন : অরণ্য ধ্বংস কিসের সংকেত?
উত্তর : প্রধানত মৃত্তিকা ক্ষয়ের।
প্রশ্ন : সোমালিয়ার রাজধানীর নাম কি?
উত্তর : মেগাদিসু।
প্রশ্ন : জুরিখ কোন দেশে অবস্থিত?
উত্তর : সুইজারল্যান্ডে।
প্রশ্ন : কোন গ্রহ উজ্জ্বল গ্রহ নামে পরিচিত?
উত্তর : শুক্র গ্রহ।
তো এই ছিল আজকের সাধারন জ্ঞানের বিশেষ কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর। আপনারা যারা কোনো না কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ডেইলি আমাদের এই সাইটে ভিজিট করে আমাদের আগামী GK এর উপর পোস্টগুলি দেখে নিতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ