GK Today in Bengali
Part 11
আপনাকে স্বাগতম আমাদের এই ওয়েবসাইটে। আজকে আমাদের আলোচনার বিষয় হল সাধারন বিজ্ঞানের উপর কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর। এই প্রশ্নগুলি আপনাকে Railway Group D, PSC Clerkship, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WBP Abgari Constable, WBP Sl, WBP Constable, ICDS Supervisor, RRB NTPC, PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষাগুলিতে আদর্শ ভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে।
প্রশ্ন : ভারতের কোন অভায়ারণ্য একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত?
উত্তর : কাজিরাঙ্গা।প্রশ্ন : ভারতের কোন রাজ্যে মোনাজাইট পাওয়া যায়?
উত্তর : কেরালায়।
প্রশ্ন : জাপানি মুদ্রার নাম কি?
উত্তর : ডয়সমার্ক।
প্রশ্ন : ফায়ার চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন?
উত্তর : দীপা মেহতা।
প্রশ্ন : OTIS কিসের বাণিজ্যিক নাম?
উত্তর : এলিভেটর ও লিফ্টের।
প্রশ্ন : গ্রীন হাউস ইফেক্ট সৃষ্টি হয় কোন গ্যাসের প্রভাবে?
উত্তর : কার্বন ডাই অক্সাইড।
প্রশ্ন : ইউরো মুদ্রা কত খ্রিস্টাব্দ থেকে কার্যকর হয়?
উত্তর : পয়লা জানুয়ারি, ১৯৯৯ খ্রিস্টাব্দে।
প্রশ্ন : পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত?
উত্তর : আজমির।
প্রশ্ন : কোন গ্যাসের প্রভাবে শিল্পাঞ্চলে এসিড বৃষ্টি হয়?
উত্তর : সালফার ডাই অক্সাইড।
তো এই ছিল আজকের সাধারন জ্ঞানের বিশেষ কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর। আপনারা যারা কোনো না কোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা ডেইলি আমাদের এই সাইটে ভিজিট করে আমাদের আগামী GK এর উপর পোস্টগুলি দেখে নিতে পারেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ