নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের সংক্ষিপ্ত আলোচনা করো।
Type Here to Get Search Results !

নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের সংক্ষিপ্ত আলোচনা করো।

প্রশ্ন ঃ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের সংক্ষিপ্ত আলোচনা করো।


উত্তরঃ নদীর নিম্নগতিতে সঞ্চয়ের ফলে যে যে ভূমিরূপগুলি গড়ে ওঠে তা নিচে আলোচনা করা হল -

(১) প্লাবন ভূমি ঃ

     বর্ষাকালে নদীতে অতিরিক্ত জল চলে এলে অববাহিকা প্লাবিত হয়ে নদীর দুই পারে প্লাবন ভূমি সৃষ্টি হয়। যেমন - গঙ্গা, ব্রহ্মপুত্র, নীলনদ, সিন্ধুনদের অববাহিকায় দেখা যায়।


(২) স্বাভাবিক বাঁধ ঃ

     নদীর মধ্যপ্রবাহ ও নিম্নপ্রবাহে নদীর সমান্তরালে নদী খাতের দুই পাশে পলি সঞ্চিত হয়ে যে দীর্ঘ শিরার মতো ভূমিরূপ গড়ে তোলে তাকে স্বাভাবিক বাঁধ বলে। ভারতের গঙ্গা ও তার উপনদী গুলিতে এইরকম স্বাভাবিক বাঁধ দেখা যায়। 


(৩) অশ্বখুরাকৃতি হ্রদ : 

     নদীর মধ্যগতি ও নিম্নগতি তে ঘোড়ার খুরের মতো যে পরিত্যক্ত নদীখাত বা হ্রদ দেখা যায়, তাকে অশ্বখুরাকৃতি হ্রদ বলা হয়। যেমন - নদীয়া জেলায় কল্যাণীর কাছে ভাগীরথী নদীর গতি পরিবর্তন করে, ফলে এরকম অশ্বক্ষুরাকৃতি হ্রদ সেখানে খুব দেখা যায়।


(৪) পলল ব্যজনী : 

     নদী তার উচ্চগতি থেকে মধ্য গতিতে প্রবেশ করলে পর্বতের পাদদেশে ঢালের উপর সমভূমি তে প্রচুর পরিমাণে পলি জমে হাতপাখা আকৃতির ভূমিরূপ গড়ে ওঠে। পশ্চিমবঙ্গের ডুয়ার্সে অনেকগুলি পলোল ব্যজনী গড়ে উঠেছে।


(৫) বদ্বীপ : 

     নদী প্রবাহের শেষ অবস্থায় নদীর মোহনায় অগভীর সমুদ্রে নদীবাহিত পলি, বালি, নুড়ি, কাঁকর জমা হয়ে যে ত্রিকোণাকার ভূমিরূপ সৃষ্টি করে, কাকে ব দ্বীপ বলা হয়। যেমন গঙ্গা-ব্রহ্মপুত্র সুন্দরবন প্রায় অঞ্চলে এই প্রকার বদ্বীপ দেখতে পাওয়া যায়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

LightBlog

AdsG

close