প্রশ্নঃ নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো।
উত্তরঃ বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারী ইতিহাসের বৈশিষ্ট্যরূপে স্বতন্ত্র অস্তিত্ব ও চর্চা এত অপরিহার্য ও অনস্বীকার্য হয়ে উঠেছে। প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা বা অধিকারের যথাযথ মূল্যায়নের প্রয়োজনে নারীর গুরুত্বকে তুলে ধরার ইতিহাসচর্চাই হল নারী ইতিহাস। এই নারী ইতিহাস চর্চার প্রধান গুরুত্বগুলি হল নিম্নরূপ –
প্রথমত, ইতিহাসে নারীদের যথাযথ ভূমিকা নিয়ে আধুনিককালে গবেষকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে। পুরুষের সঙ্গে নারী ইতিহাসের চর্চাও গুরুত্ব পেতে শুরু করেছে।
দ্বিতীয়ত, নারী ইতিহাসের গুরুত্বপূর্ণ দিক হল বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবন নারীর অংশগ্রহন।
তৃতীয়ত, ইতিহাসের আলোচনায় পুরুষের আন্দোলন, রাজনীতি, যুদ্ধ প্রভৃতি গুরুত্ব থাকলেও নারীদের নেতৃত্ব, অধিকার, মর্যাদা প্রভৃতির আলোচনা ইতিহাসে করা হত না।
চতুর্থত, নারী ইতিহাস চর্চার অন্যতম বৈশিষ্ট্য হল নারীর অধিকার ও পুরুষ-নারী সমানাধিকার প্রতিষ্ঠা করা।
Hello sir help me..
উত্তরমুছুন