নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
দ্বিতীয় অধ্যায়
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
পর্ব ২১
নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ কোন যুদ্ধকে 'জাতিসমূহের যুদ্ধ' বলা হয় এবং কেন?
প্রশ্নঃ নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণ সম্পর্কে কি জানো?
প্রশ্নঃ 'শত দিবসের রাজত্ব' সম্পর্কে কি জানো?
প্রশ্নঃ লাইপজিগ সুবা জাতি সমূহের যুদ্ধে পরাজয় ঘটে? এই পরাজয়ের ফল কি হয়েছিল?
প্রশ্নঃ আইবেরীয় উপদ্বীপে নেপোলিয়নের অভিযান সম্পর্কে কি জানো?
প্রশ্নঃ নেপোলিয়ন কর্তৃক পর্তুগাল অভিযান সম্পর্কে কি জানো?
প্রশ্নঃ নেপোলিয়ন কি উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন?
প্রশ্নঃ 'কনফেডারেশন অব দ্য রাইন'কি? এর প্রতিষ্ঠাতা কে?
প্রশ্নঃ কবে, কাদের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়? এই সন্ধির প্রধান শর্ত কি ছিল?
প্রশ্নঃ 'কোড নেপোলিয়ন'এর প্রধান কয়েকটি ত্রুটির উল্লেখ করো।
প্রশ্নঃ 'কনকর্ডাট' বা ধর্ম মীমাংসা চুক্তি তে কি বলা হয়?
নেপোলিয়নের পর্তুগাল অভিযান
উত্তরমুছুন