নবম শ্রেণী
ইতিহাস
দ্বিতীয় অধ্যায়
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
পর্ব ১৩
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ নেপোলিয়ন কোন কোন রাজ্য নিয়ে 'কিংডম অব ওয়েস্টফ্যালিয়া' গঠন করে?
উত্তর: নেপোলিয়ন এলবা নদীর পশ্চিম তীরবর্তী হ্যানোভার, সেক্সনি প্রভৃতি জার্মান রাজ্যগুলি নিয়ে 'কিংডম অব ওয়েস্টফ্যালিয়া'গঠন করে।
প্রশ্নঃ নেপোলিয়নের সেনাদল কি নামে পরিচিত ছিলেন?
উত্তর: গ্রাঁদ আর্মির নামে পরিচিত ছিলেন।
প্রশ্নঃ নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয়?
উত্তর: প্রথমে এলবা দ্বীপে এবং সবশেষে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়।
প্রশ্নঃ উলমের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: ১৮০৫ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল।
প্রশ্নঃ কবে কাদের নিয়ে ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে?
উত্তর: ১৭৯৯ খ্রিস্টাব্দে (১২ মার্চ) ইংল্যান্ডে, রাশিয়া, অস্ট্রিয়া নেপলস, পর্তুগাল, ও তুরস্ককে নিয়ে প্লানস বিরোধী দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে।
উত্তর: নেপোলিয়ন এলবা নদীর পশ্চিম তীরবর্তী হ্যানোভার, সেক্সনি প্রভৃতি জার্মান রাজ্যগুলি নিয়ে 'কিংডম অব ওয়েস্টফ্যালিয়া'গঠন করে।
প্রশ্নঃ নেপোলিয়নের সেনাদল কি নামে পরিচিত ছিলেন?
উত্তর: গ্রাঁদ আর্মির নামে পরিচিত ছিলেন।
প্রশ্নঃ নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয়?
উত্তর: প্রথমে এলবা দ্বীপে এবং সবশেষে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়।
প্রশ্নঃ উলমের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: ১৮০৫ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল।
প্রশ্নঃ কবে কাদের নিয়ে ফ্রান্স বিরোধী দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে?
উত্তর: ১৭৯৯ খ্রিস্টাব্দে (১২ মার্চ) ইংল্যান্ডে, রাশিয়া, অস্ট্রিয়া নেপলস, পর্তুগাল, ও তুরস্ককে নিয়ে প্লানস বিরোধী দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ