নবম শ্রেণি
ইতিহাস সাজেশন
তৃতীয় অধ্যায়
উনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত
পর্ব ১৩
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : ঐক্যের দাবিতে ইতালির পুনর্জাগরণ আন্দোলন কি নামে পরিচিত?
উত্তর : রিচার্জেমেন্টো
প্রশ্ন : রক্ত ও লৌহ নীতির প্রবক্তা কে?
উত্তর : রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক।
প্রশ্ন : ভিল্লাফ্রাঙ্কার সন্ধি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : ভিল্লাফ্রাঙ্কার সন্ধি ১৮৫৯ খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত হয়।
প্রশ্ন : বিসমার্ক কবে এবং কোথাকার প্রধানমন্ত্রী হন?
উত্তর : ১৮৬২ খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন।
প্রশ্ন : কোন গির্জাকে কেন্দ্র করে ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল?
উত্তর : তুরস্কের অন্তর্গত যীশু খ্রিস্টের জন্মস্থান জেরুজালেমে অবস্থিত গ্রোটোর গির্জাকে কেন্দ্র করে।
প্রশ্ন : স্যাডোয়ার যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল?
উত্তর : ১৮৬৬ খ্রিস্টাব্দে প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে
প্রশ্ন : ইতালির ঐক্য আন্দোলনের প্রধান নেতা কারা ছিলেন?
উত্তর : গ্যারিবল্ডি, ক্যাভুর ও মাৎসিনি।
উষ্ণজল নীতি কি
উত্তরমুছুন