নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
প্রথম অধ্যায়
ফরাসি বিপ্লবের কয়েকটি দিক
পর্ব ৫
নীচের বহুবিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ
প্রশ্ন ঃ অবাধ বাণিজ্যের পক্ষে বক্তব্য রাখেন -
(ক) ব্রিসো
(খ) লিওপোল্ড
(গ) হিবার্ট
(ঘ) আবে সিইয়েস
উত্তর ঃ (ঘ) আবে সিইয়েস
প্রশ্ন ঃ দিম হল -
(ক) যাজকদের প্রদেয় একটি কর
(খ) ফরাসি সম্রাটদের দেয় একটি কর
(গ) চার্চকে দেয় একটি কর
(ঘ) সামন্তপ্রভুকে দেয় একটি কর
উত্তরঃ (ঘ) সামন্তপ্রভুকে দেয় একটি কর
প্রশ্ন ঃ 'তৃতীয় এস্টেট আসলে ফরাসি জাতি' - একথা বলেন -
(ক) হিবার্ট
(খ) ব্রিসো
(গ) আবে সিইয়েস
(ঘ) লিওপোল্ড
উত্তরঃ (গ) আবে সিইয়েস
প্রশ্ন ঃ 'দি ওয়েলথ অফ নেশনস' গ্রন্থের রচয়িতা কে?
(ক) অ্যাডাম স্মিথ
(খ) রোবসপিয়ার
(গ) কেনে
(ঘ) আবে সিইয়েস
উত্তরঃ (ক) অ্যাডাম স্মিথ
প্রশ্নঃ 'আমার পরেই মহাপ্রলয় আসবে' - উক্তিটি কার?
(ক) আলেকজেন্ডার
(খ) ষোড়শ লুই
(গ) চতুর্দশ লুই
(ঘ) পঞ্চদশ লুই
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ