নবম শ্রেণী
ইতিহাস সাজেশন
তৃতীয় অধ্যায়
উনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত
পর্ব ৮
নিচের বহু বিকল্পভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্ন : নেপোলিয়ন জার্মানিতে কতগুলি রাজ্য গড়ে তোলেন -
(ক) ৩৫ টি
(খ) ৩৭ টি
(গ) ৩৯ টি
(ঘ) ৪১ টি
উত্তর : (গ) ৩৯ টি
প্রশ্ন : ইতালির ঐক্যের প্রথম সোপান ছিল -
(ক) লম্বার্ডি
(খ) সিসিলি
(গ) ভেনিস
(ঘ) রোম
উত্তর : (ক) লম্বার্ডি
প্রশ্ন : ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্ট বসেছিল -
(ক) ব্রিটেনে
(খ) রাশিয়ায়
(গ) জার্মানিতে
(ঘ) অস্ট্রিয়ায়
উত্তর : (গ) জার্মানিতে
প্রশ্ন : গ্যারিবল্ডির অনুগামীরা কী নামে পরিচিত?
(ক) গেস্টাপো
(খ) ব্ল্যাক শার্ট
(গ) লালকোর্তা
(ঘ) হোয়াইট হাউস
উত্তর : (গ) লালকোর্তা
প্রশ্ন : রাশিয়ার ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটে ১৮৬১ খ্রিস্টাব্দের -
(ক) ১৩ ফেব্রুয়ারি
(খ) ১৫ ফেব্রুয়ারি
(গ) ১৯ ফেব্রুয়ারি
(গ) ২৩ ফেব্রুয়ারি
উত্তর : (গ) ১৯ ফেব্রুয়ারি
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ