নবম শ্রেণী
ইতিহাস
দ্বিতীয় অধ্যায়
বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
পর্ব ৯
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ কে কবে 'ইউনিভার্সিটি অফ ফ্রান্স' প্রতিষ্ঠা করেন?
উত্তর: নেপোলিয়ন ১৮০৮ খ্রিস্টাব্দে 'ইউনিভার্সিটি অফ ফ্রান্স'প্রতিষ্ঠা করেন।
প্রশ্নঃ প্রথমে কারা, কার বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধ শুরু করে?
উত্তর: প্রথমে স্পেন পোর্তুগাল, ফ্রান্সের বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধ শুরু করে।
প্রশ্নঃ কনসুলেটের শাসনকালে তিনজন কন্সালের নাম লেখ?
উত্তর: কনসুলেটের শাসনকালে তিনজন কন্সালের মধ্যে প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন অপর দুজন কনসাল ছিলেন আবে সিউয়েজ ও রজার ডুকোস।
প্রশ্নঃ গ্রাঁদ আর্মির অস্ট্রীয় বাহিনীর নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট।
প্রশ্নঃ নেপোলিয়ন বোনাপার্ট কে প্রথমবার কোথায় নির্বাসিত করা হয়েছিল?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট কে প্রথমবার এলবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল।
উত্তর: নেপোলিয়ন ১৮০৮ খ্রিস্টাব্দে 'ইউনিভার্সিটি অফ ফ্রান্স'প্রতিষ্ঠা করেন।
প্রশ্নঃ প্রথমে কারা, কার বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধ শুরু করে?
উত্তর: প্রথমে স্পেন পোর্তুগাল, ফ্রান্সের বিরুদ্ধে উপদ্বীপের যুদ্ধ শুরু করে।
প্রশ্নঃ কনসুলেটের শাসনকালে তিনজন কন্সালের নাম লেখ?
উত্তর: কনসুলেটের শাসনকালে তিনজন কন্সালের মধ্যে প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন অপর দুজন কনসাল ছিলেন আবে সিউয়েজ ও রজার ডুকোস।
প্রশ্নঃ গ্রাঁদ আর্মির অস্ট্রীয় বাহিনীর নেতৃত্বে কে ছিলেন?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট।
প্রশ্নঃ নেপোলিয়ন বোনাপার্ট কে প্রথমবার কোথায় নির্বাসিত করা হয়েছিল?
উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট কে প্রথমবার এলবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ