নবম শ্রেণী
বাংলা সাজেশন
আবহমান
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
পর্ব ৩
বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও ঃ
প্রশ্নঃ 'আবহমান' কবিতায় লাইমাচাটি ছিল -
(ক) প্রতিবেশীর বাড়িতে
(খ) উঠোনে
(গ) বারান্দায়
(ঘ) পুকুর পাড়ে
উত্তর: (ঘ) পুকুর পাড়ে
প্রশ্নঃ "কে এখানে ঘর বেধেছে..."-এই ঘর বাঁধা হয়েছে -
(ক) ঝগড়া করে
(খ) গোপন ভালোবাসায়
(গ) গভীর অনুরাগে
(ঘ) তীব্র অসন্তোষে
উত্তর: (গ) গভীর অনুরাগে
প্রশ্নঃ কে এখানে ঘর বেঁধেছে ____ অনুরাগে।
(ক) নিবিড়
(খ) দারুন
(গ) গাঢ়
(ঘ) গভীর
উত্তর: (ক) নিবিড়
প্রশ্নঃ কার দুরন্ত পিপাসা ফুরোয় না?
(ক) দস্যি ছেলেটার
(খ) দুষ্টু ছেলেটার
(গ) জেদি ছেলেটার
(ঘ) একগুঁয়ে ছেলেটার
উত্তর: (ঘ) একগুঁয়ে ছেলেটার
প্রশ্নঃ 'আবহমান' কবিতায় জানা হারানোর কথা বলা হয়েছে, তা হল -
(ক) কুন্দ ফুলের হাসি
(খ) রোদের হাসি
(গ) চাঁদের হাসি
(ঘ) আলোর হাসি
উত্তর: (ক) কুন্দ ফুলের হাসি
(ক) প্রতিবেশীর বাড়িতে
(খ) উঠোনে
(গ) বারান্দায়
(ঘ) পুকুর পাড়ে
উত্তর: (ঘ) পুকুর পাড়ে
প্রশ্নঃ "কে এখানে ঘর বেধেছে..."-এই ঘর বাঁধা হয়েছে -
(ক) ঝগড়া করে
(খ) গোপন ভালোবাসায়
(গ) গভীর অনুরাগে
(ঘ) তীব্র অসন্তোষে
উত্তর: (গ) গভীর অনুরাগে
প্রশ্নঃ কে এখানে ঘর বেঁধেছে ____ অনুরাগে।
(ক) নিবিড়
(খ) দারুন
(গ) গাঢ়
(ঘ) গভীর
উত্তর: (ক) নিবিড়
প্রশ্নঃ কার দুরন্ত পিপাসা ফুরোয় না?
(ক) দস্যি ছেলেটার
(খ) দুষ্টু ছেলেটার
(গ) জেদি ছেলেটার
(ঘ) একগুঁয়ে ছেলেটার
উত্তর: (ঘ) একগুঁয়ে ছেলেটার
প্রশ্নঃ 'আবহমান' কবিতায় জানা হারানোর কথা বলা হয়েছে, তা হল -
(ক) কুন্দ ফুলের হাসি
(খ) রোদের হাসি
(গ) চাঁদের হাসি
(ঘ) আলোর হাসি
উত্তর: (ক) কুন্দ ফুলের হাসি
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ