নবম শ্রেণী
বাংলা সাজেশন
রাধারানী
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
পর্ব ৯
ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন
প্রশ্ন: 'কিন্তু আর আহারে সংস্থান রহিল না'-কোন প্রসঙ্গে এই উক্তি?
প্রশ্ন: 'যে টাকা দিয়াছে, সে নাই-চলিয়া গিয়াছে'-কে, কাকে টাকা দিয়েছিল? টাকা দেওয়ার কারণ কি?
প্রশ্ন: 'কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল'-কার কথা বলা হয়েছে? সে কি বুঝেছিল?
প্রশ্ন: "সেই এক পয়সার বন ফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল।" - মন্তব্যটি ব্যাখ্যা করো।
প্রশ্ন: কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল' - কার কণ্ঠস্বরে কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছিল?
প্রশ্ন: 'রথ দেখিতে যাই নাই' - কে রথ দেখতে যায়নি? কেন সে রথ দেখতে যায়নি লেখ।
প্রশ্ন: "তাহারা দরিদ্র, কিন্তু লোভী নয়।" - মন্তব্যটি ব্যাখ্যা করো।
প্রশ্ন: "আমি বলি তোমাদের কুটুম্ব"। - কোন পরিপ্রেক্ষিতে বক্তা এই মন্তব্য করেছিলেন?
প্রশ্ন: 'রথ দেখিতে যাই নাই' - কে রথ দেখতে যায়নি? কেন সে রথ দেখতে যায়নি লেখ।
প্রশ্ন: "তাহারা দরিদ্র, কিন্তু লোভী নয়।" - মন্তব্যটি ব্যাখ্যা করো।
প্রশ্ন: "আমি বলি তোমাদের কুটুম্ব"। - কোন পরিপ্রেক্ষিতে বক্তা এই মন্তব্য করেছিলেন?
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ