নবম শ্রেণী
বাংলা সাজেশন
খেয়া
রবীন্দ্রনাথ ঠাকুর
পর্ব ৬
অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্নগুলি উত্তর দাও :
প্রশ্নঃ 'সোনার মুকুট' কিসের প্রতীক বলে তুমি মনে করো?
উত্তর: সোনার মুকুট রাজশক্তি বা রাষ্ট্রনায়কের শিরোস্ত্রাণের প্রতীক।
প্রশ্নঃ 'রক্তপ্রবাহের মাঝে'বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: কবি রাষ্ট্র সংঘর্ষের ফলে রক্তপাত কি বুঝিয়েছেন।
প্রশ্নঃ 'খেয়া' বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন?
উত্তর: জন্ম-মৃত্যু মধ্যবর্তী জীবনপ্রবাহকে বুঝিয়েছেন।
প্রশ্নঃ 'খেয়া চিরদিন চলে' বলতে কবি কি বলতে চেয়েছেন?
উত্তর: খেয়া চিরদিন চলে বলতে কবি রবীন্দ্রনাথ অনন্ত কাল ধরে বয়ে চলা জীবন প্রবাহকে বুঝিয়েছেন।
প্রশ্নঃ ঘরে যাওয়া এবং আসার মধ্যে কবি কোন ভাবনা প্রকাশ পেয়েছে?
উত্তর: ঘর বলতে কবি চিরকালের আবাসভূমি কে বুঝিয়েছেন। মানুষ মৃত্যুর মধ্য দিয়ে ঘরে যায় এবং মধ্যে দিয়ে পৃথিবীতে আসে। এই যাওয়া আসাকে কবি ঘরে যাওয়া এবং আসা বলেছেন।
উত্তর: সোনার মুকুট রাজশক্তি বা রাষ্ট্রনায়কের শিরোস্ত্রাণের প্রতীক।
প্রশ্নঃ 'রক্তপ্রবাহের মাঝে'বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর: কবি রাষ্ট্র সংঘর্ষের ফলে রক্তপাত কি বুঝিয়েছেন।
প্রশ্নঃ 'খেয়া' বলতে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন?
উত্তর: জন্ম-মৃত্যু মধ্যবর্তী জীবনপ্রবাহকে বুঝিয়েছেন।
প্রশ্নঃ 'খেয়া চিরদিন চলে' বলতে কবি কি বলতে চেয়েছেন?
উত্তর: খেয়া চিরদিন চলে বলতে কবি রবীন্দ্রনাথ অনন্ত কাল ধরে বয়ে চলা জীবন প্রবাহকে বুঝিয়েছেন।
প্রশ্নঃ ঘরে যাওয়া এবং আসার মধ্যে কবি কোন ভাবনা প্রকাশ পেয়েছে?
উত্তর: ঘর বলতে কবি চিরকালের আবাসভূমি কে বুঝিয়েছেন। মানুষ মৃত্যুর মধ্য দিয়ে ঘরে যায় এবং মধ্যে দিয়ে পৃথিবীতে আসে। এই যাওয়া আসাকে কবি ঘরে যাওয়া এবং আসা বলেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ