নবম শ্রেণী
বাংলা সাজেশন
নব নব সৃষ্টি
সৈয়দ মুজতবা আলী
পর্ব ১
নিচের বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ 'নব নব সৃষ্টি' কার লেখা?
(ক) মুজতবা আলী
(খ) সৈয়দ মুজতবা আলী
(গ) সৈয়দ মুজতবা সিরাজ
(ঘ) আবুল বাশার
উত্তর: (খ) সৈয়দ মুজতবা আলী
প্রশ্নঃ নতুন শব্দ প্রয়োজন হলে সংস্কৃত ভাষা-
(ক) নিজের ভান্ডারে অনুসন্ধান করে
(খ) অন্য ভাষা থেকে শব্দ ধার করে
(গ) নতুন শব্দ তৈরী করে নেয়
(ঘ) অন্য ভাষা থেকে শব্দ নিয়ে তাকে বদলে নেয়
উত্তর: (ক) নিজের ভান্ডারে অনুসন্ধান করে
প্রশ্নঃ ঈষৎ পরবর্তী যুগের ভাষা কোনটি?
(ক) গ্রিক
(খ) আবেস্তা
(গ) হিব্রু
(ঘ) আরবি
উত্তর: (ঘ) আরবি
প্রশ্নঃ আত্মনির্ভরশীল নয় এমন ভাষা হল -
(ক) ইংরেজি
(খ) গ্রিক
(গ) হিব্রু
(ঘ) আরবি
উত্তর: (ক) ইংরেজি
প্রশ্নঃ শিক্ষার মধ্যম রূপে ইংরেজি কে বর্জন করে বাংলা নেওয়ার ফল কি হবে?
(ক) নতুন করে আর কোন ইংরেজি শব্দ বাংলায় ঢুকবে না
(খ) প্রচুর ইউরোপীয় শব্দ বাংলা ভাষায় ঢুকবে
(গ) বাংলা ভাষা আত্মনির্ভরশীল হয়ে উঠবে
(ঘ) সমস্ত ইংরেজি শব্দ বাংলা থেকে বেরিয়ে যাবে
উত্তর: (খ) প্রচুর ইউরোপীয় শব্দ বাংলা ভাষায় ঢুকবে



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ