নবম শ্রেণী
বাংলা সাজেশন
আমরা
সত্যেন্দ্রনাথ দত্ত
পর্ব ৬
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুলোর উত্তর দাও :
প্রশ্ন : নিমাই কার নাম?
উত্তর : শ্রীচৈতন্যদেবের ডাকনাম ছিল নিমাই।
প্রশ্ন : জয়দেব কে ছিলেন?
উত্তর : সেন বংশের রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন কবি জয়দেব, যিনি সংস্কৃতে 'গীতগোবিন্দম্' কাব্যটি রচনা করেন।
প্রশ্ন : পঞ্চ বটির তলায় কে বসে সাধনা করেছিলেন?
উত্তর : শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পঞ্চ বটির তলায় বসে সাধনা করেছিলেন।
প্রশ্ন : "আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া।" - কোন সাধনাকে নবীন সাধনা বলা হয়েছে?
উত্তর : বিজ্ঞান সাধনাকে এখানে নবীন সদনা বলা হয়েছে।
প্রশ্ন : জড়ের সারা কে পেয়েছিলেন?
উত্তর : আচার্য জগদীশচন্দ্র বসু তার আবিষ্কৃত যন্ত্র কেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে জড়ের পেয়েছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ