নবম শ্রেণী
বাংলা সাজেশন
দাম
নারায়ন গঙ্গোপাধ্যায়
পর্ব ৭
নিচের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও :
প্রশ্নঃ পত্রিকার পক্ষ থেকে কি ফরমাশ এসেছিল?
উত্তর:পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এসেছিল ছেলেবেলার গল্প শুনানোর।
প্রশ্নঃ কর্তৃপক্ষ সুকুমারকে ছাড়লো না কেন?
উত্তর: অনেক মান্যগণ্য লোক পত্রিকায় লেখা দিতে রাজি না হওয়ায় কর্তৃপক্ষ সুকুমারকে ছাড়লো না।
প্রশ্নঃ পত্রিকার কর্তৃপক্ষ সুকুমারকে কত টাকা দক্ষিণা দিয়েছিল?
উত্তর: দশ টাকা দক্ষিণা দিয়েছিল।
প্রশ্নঃ গল্পের সুকুমার এর লেখা সুদ পদেশটি কি ছিল?
উত্তর: অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না।
প্রশ্নঃ রাজোচিত সংবর্ধনা কোথায় মেলে?
উত্তর: কলকাতা থেকে বাইরের কলেজে অর্থাৎ প্রান্তীয় কোন কলেজে আতিথ্য গ্রহণ এর ডাকলে রাজোচিত সংবর্ধনা পাওয়া যায়।
নবম শ্রেণী অন্যান্য সাজেশন
নবম শ্রেণী জীবন বিজ্ঞান সাজেশন



একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্যসমূহ